Nadia News- দু বছর পর খুলল প্রাইমারি স্কুল, দেখে নিন ছাত্রছাত্রীদের প্রতিক্রিয়া

Last Updated:

মিড-ডে-মিল থেকে শুরু করে কোভিড বিধির সমস্ত রকম ব্যবস্থা নিয়েই শুরু হল আজ থেকে ক্লাস

+
স্কুল

স্কুল খোলাতে খুশি ছাত্রছাত্রীরা

#নদিয়া: অবশেষে প্রায় দু'বছর পর খোলা হল প্রাইমারি স্কুল। স্কুল খোলাতে ভীষণ খুশি স্কুলের ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষক-শিক্ষিকারা। উচ্চ বিদ্যালয় খোলার পরে বাচ্চাদের জন্য শুরু হয়েছিল পাড়ায় শিক্ষালয়। কিন্তু সেখানেও কিছু সমস্যার কথা উঠে এসেছিল। তাই এবার সংক্রমণের প্রকোপ কিছুটা কমার ফলে, রাজ্য সরকারের নির্দেশে খুলে দেওয়া হল রাজ্যের সমস্ত প্রাথমিক স্কুল। স্কুলে আসতে পেরে খুশি শিক্ষক-শিক্ষিকা থেকে শুরু করে পড়ুয়ারাও।
মাজদিয়া প্রাথমিক বিদ্যালয় ধরা পরল সেই ছবি। কোভিড বিধি মেনে শুরু হয়েছে প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত। ক্লাসে উপস্থিতির হার চোখে পড়ার মতো ছিল। শিক্ষক-শিক্ষিকাদের দাবি, প্রায় সমস্ত বাচ্চাই স্কুলে হাজির হয়েছে। মিড-ডে-মিল থেকে শুরু করে কোভিড বিধির সমস্ত রকম ব্যবস্থা নিয়েই শুরু হল আজ থেকে ক্লাস। স্কুল খোলাতে খুশি অভিভাবকরাও, দীর্ঘদিন পরে তাদের বাচ্চারা আবার স্কুলে আসতে পারছে, একসঙ্গে বাচ্চাদের সঙ্গে মিশতে পারছে, খুবই ভালো লাগছে বলে তাদের দাবি। আর যেন বন্ধ না হয় স্কুল, ভগবানের কাছে এই কামনা করেছেন স্কুলের শিক্ষক শিক্ষিকারাও। স্কুলে আসা ছাত্র-ছাত্রীরাও অত্যন্ত আনন্দিত! তারা বলছে দু'বছর বাড়িতে বসে থাকতো বন্ধু-বান্ধবের সঙ্গে দেখা হতো না, মন খারাপ থাকত। আজ তারা ভীষণ আনন্দিত, আবার সবার সঙ্গে দেখা মজা খেলা পড়াশুনা করতে পেরে খুশি তারা।
view comments
বাংলা খবর/ খবর/নদিয়া/
Nadia News- দু বছর পর খুলল প্রাইমারি স্কুল, দেখে নিন ছাত্রছাত্রীদের প্রতিক্রিয়া
Next Article
advertisement
Weather Update: ২৫ ডিসেম্বর থেকেই বড় বদল আবহাওয়ায়! আরও নামবে পারদ, কনকনে ঠান্ডা, ঘন কুয়াশার সতর্কতা বঙ্গে
২৫ ডিসেম্বর থেকেই বড় বদল আবহাওয়ায়! আরও নামবে পারদ, কনকনে ঠান্ডা, ঘন কুয়াশার সতর্কতা
  • দক্ষিণবঙ্গে বুধবার পর্যন্ত এবং উত্তরবঙ্গে বৃহস্পতিবার পর্যন্ত কুয়াশার সতর্কতা

  • সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা পরে পরিষ্কার আকাশ

  • কুয়াশার কারণে দিনভর শীতের অনুভূতি

VIEW MORE
advertisement
advertisement