Saraswati Puja: থিমের চমকে 'মেয়ে' সরস্বতীর টেক্কা মা দুর্গা, মা কালীকে

Last Updated:

প্রত্যেক বছর থিমের চমক দিয়ে থাকে এই পুজো কমিটি। সরস্বতী পুজোর এই বছরের থিম প্রকৃতি কন্যা মানুষকে উপহার নতুন উপহার দিয়েছে বলে জানা গিয়েছে।

+
থিমের

থিমের চমকে 'মেয়ে' সরস্বতীর টেক্কা মা দুর্গা, মা কালীকে

মুর্শিদাবাদ: থিমের বাহারে দুর্গাপুজো, কালীপুজোকে টেক্কা দিল কান্দির সরস্বতী পুজো। বর্তমান সমাজে হারিয়ে যাচ্ছে প্রকৃতি, তাই প্রকৃতির অস্তিত্ব ধরে রাখতে এই বছর মুর্শিদাবাদের কান্দিতে সরস্বতী পুজোয় থিম করা হয়েছে 'প্রকৃতি কন্যা'। কান্দি গ্রিন ইউনিয়নের উদ্যোগে এই বছরের সরস্বতী পুজোয় এমন থিম বেছে নেওয়া হয়েছে।
প্রত্যেক বছর থিমের চমক দিয়ে থাকে এই পুজো কমিটি। সরস্বতী পুজোর এই বছরের থিম প্রকৃতি কন্যা মানুষকে উপহার নতুন উপহার দিয়েছে বলে জানা গিয়েছে। পাশাপাশি আছে বাহারী আলোকসজ্জা, যা নজর কাড়ছে দর্শকদের।
আরও পড়ুন: সেলফিতে মজল কান্দি! নতুন সেলফি জোনে নিজস্বী তুলতে ভিড়
গ্রিন ইউনিয়নের সদস‍্যরা জানান, কান্দির বুকে প্রতিবছরই গ্রিন ইউনিয়নের পুজো বেশ জাঁকজমক করেই হয়। বহু মানুষ এখানে অংশগ্রহণ করেন। পুজোতে নতুন ভাবনা বরাবরই থাকে। এই বছর সাধারণ মানুষের জনসমাগম বেশ ভালোই হবে বলে আশাবাদী পুজোর উদ্যোক্তাদের। প্রায় ২ লক্ষ ৮৫ হাজার টাকার বাজেটের পুজো হচ্ছে। শিল্পী রাজেশ দাস তাঁর হাতের কাজে ফুটিয়ে তুলেছেন মণ্ডপসজ্জা। বুধবার সন্ধেয় ফিতে কেটে ও প্রদীপ প্রজ্বলন করে এই সরস্বতী পুজোর উদ্বোধন করেন কান্দির বিধায়ক অপূর্ব সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন কান্দি পুরসভার পুরপ্রধান জয়দেব ঘটক ও অন্যান্য পুর সদস্যরা ।
advertisement
advertisement
করোনা মহামারি পরিস্থিতির পর নতুন বছরে বাঙালির আবেগের সরস্বতী পুজোয় মেতে উঠেছে সকলেই। আর সেখানেই দেখা যাচ্ছে বেশ কিছু জায়গায় দুর্গা পুজো ও কালী পুজোকে থিমের চটকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিচ্ছেন দেবী সরস্বতী।
advertisement
কৌশিক অধিকারী
view comments
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Saraswati Puja: থিমের চমকে 'মেয়ে' সরস্বতীর টেক্কা মা দুর্গা, মা কালীকে
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement