Murshidabad News- মাটি ফুঁড়ে উঠল শিবলিঙ্গ! সত্যি না বুজরুকি? কী মত বিজ্ঞান মঞ্চের? দেখুন..

Last Updated:

মাটি ফুঁড়ে উঠেছে বিরাট আকৃতির শিবলিঙ্গ! ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদ জেলার বেলডাঙা থানার, সারগাছি মাঠপাড়া এলাকায়

+
শিবলিঙ্গতে

শিবলিঙ্গতে পূজো দিতে ভক্তদের ভিড় সারগাছিতে 

#বহরমপুরঃ মাটি ফুঁড়ে উঠেছে বিরাট আকৃতির শিবলিঙ্গ! ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদ জেলার বেলডাঙা থানার সারগাছি মাঠপাড়া এলাকায়। শিবলিঙ্গ উদ্ধার হতেই তা দেখতে সকাল থেকে ভিড় জমিয়েছিলেন হিন্দু, মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ। উল্লেখ্য, মুর্শিদাবাদ জেলা, সম্প্রীতির জেলা। এই জেলায় হিন্দু মুসলিম উভয় সম্প্রদায় একসাথে উৎসব পালন করে থাকেন। তাই শিবলিঙ্গ উদ্ধার হতেই, পুজোপাঠ করে তা প্রতিষ্ঠা করার উদ্যোগ শুরু করে দিয়েছেন স্থানীয় মানুষ। মন্দির প্রতিষ্ঠায় উৎসাহ দিচ্ছেন মুসলিম সম্প্রদায়ের মানুষও।
স্থানীয় মানুষের দাবি, রাস্তার পাশের একটি জমি থেকে মাটি ফুঁড়ে উঠে আসে শিবলিঙ্গটি। প্রায় দু ফুট উচ্চতার পাথরের শিবলিঙ্গটিকে স্থানীয় মানুষ দেখতে পেয়ে তুলে নিয়ে আসেন। শুরু হয়েছে পুজো পাঠও। মাটির তলা থেকে উঠে আসা শিবলিঙ্গ দেখতে উপচে পড়েছে ভিড়। লিঙ্গটি প্রতিষ্ঠা করারও উদ্যোগ নিয়েছেন তাঁরা। তবে স্থানীয় বাসিন্দাদের বিশ্বাস, এই এলাকায় শিবের মন্দির নেই। ঈশ্বরের আশীর্বাদেই লিঙ্গটি এখানে পাওয়া গিয়েছে। লিঙ্গ প্রতিষ্ঠা করে মন্দির নির্মাণের পরিকল্পনাও শুরু হয়েছে।
advertisement
অবশ্য, পাল্টা যুক্তি দিয়েছেন বিজ্ঞানীরাও। মাটি ফুঁড়ে কিভাবে শিবলিঙ্গ বেরোতে পারে, তা জানতে বিজ্ঞান মঞ্চের সদস্যদের কাছে হাজির হয়েছিল নিউজ ১৮ লোকাল। বিজ্ঞান মঞ্চের সদস্যদের দাবি, "শিবলিঙ্গ মাটির নীচে থেকে উঠে আসেনা। আমরা শুনেছি সারগাছি এলাকায় পাথরের শিবলিঙ্গ উদ্ধার হয়েছে। এটা কুসংস্কার ছাড়া কিছু নয়। আমরা আগেও পরীক্ষা করে দেখেছি। এক্ষেত্রে মাটি খুঁড়ে দেখা যাবে, ওখানে ছোলা ফেলে রাখা হয়েছে, তা অঙ্কুরিত হতেই শিবলিঙ্গ মাটির ওপরে উঠে এসেছে। এটা বুজরুকি ছাড়া আর কিছু নয়।" তবে বিজ্ঞান মঞ্চ যাই বলুক, সারগাছিতে শিবলিঙ্গকে পুজো দিতে ভিড় করছেন বহু মানুষ।
advertisement
advertisement
Koushik Adhikary
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News- মাটি ফুঁড়ে উঠল শিবলিঙ্গ! সত্যি না বুজরুকি? কী মত বিজ্ঞান মঞ্চের? দেখুন..
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement