Mursidabad News- বড়ঞাতে বিয়ের দিনেই নাবালিকার বিয়ে বন্ধ করল পুলিশ ও স্বেচ্ছাসেবী সংস্থা 

Last Updated:

শুক্রবার দুপুরে গোপন সূত্রে নাবালিকার বিয়ের খবর পেয়ে একঘড়িয়া গ্রামে পৌঁছায় প্রশাসনের আধিকারিকেরা

+
বড়ঞাতে

বড়ঞাতে বিয়ের দিনেই নাবালিকার বিয়ে বন্ধ করল পুলিশ ও স্বেচ্ছাসেবী সংস্থা 

#বহরমপুরঃ ১৮ বছর না হলে বিয়ে নয়। নাবালিকা বিয়ের বিরুদ্ধে আগেও বিভিন্ন ভাবে প্রচার করেছে রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকার। তবুও অনেক জায়গায় এখনও নাবালিকা বিয়ের প্রচলন জারি আছে।এবার নাবালিকা বিয়ে বন্ধ করল পুলিশ, ব্লক প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংস্থা।শুক্রবার বিয়ের দিনেই বড়ঞা ব্লকের একঘড়িয়া গ্রামে নাবালিকার বিয়ে বন্ধ করল বড়ঞা ব্লক ও পুলিশ প্রশাসন সহ স্বেচ্ছাসেবী সংস্থা সিনির সদস্যরা। শুক্রবার দুপুরের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
শুক্রবার দুপুরে গোপন সূত্রে নাবালিকার বিয়ের খবর পেয়ে একঘড়িয়া গ্রামে পৌঁছায় প্রশাসনের আধিকারিকেরা। মেয়ের জন্ম সার্টিফিকেট দেখতে চায় পরিবারের লোকজনের কাছে। মেয়ের বয়স ১৮ বছর না হওয়ায় বিয়ে বন্ধ করার নির্দেশ দেয় প্রশাসন। নাবালিকার পরিবারের কাছে মুচলেকা নেওয়া হয়, ১৮ বছর বয়সের আগে মেয়ের বিয়ে দিলে পরিবারের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা গ্রহণের হুশিয়ারি দেওয়া হয়। স্বেচ্ছাসেবী সংস্থার সুপারভাইজার সম্বিত সিনহা জানান, "বড়ঞা ব্লকের সাবলপুর গ্রাম পঞ্চায়েতের একঘড়িয়া গ্রামে, ১৭ বছরের এক নাবালিকার বিয়ে ঠিক করা হয়, আজকে তার বিয়ের দিনে ছিল। আমরা গোপন সূত্রে খবর পেয়ে, পুলিশ ও ব্লক প্রশাসনকে সাথে নিয়ে এই বিয়ে বন্ধ করেছি। পাশাপাশি, পরিবারের সদস্যদের কাছ থেকে মুচলেকা লেখানো হয়েছে, আঠারো বছর না হলে বিয়ে নয়", বলে জানান তিনি। আগামী দিনেও এই অভিযান চলবে বলে জানানো হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Mursidabad News- বড়ঞাতে বিয়ের দিনেই নাবালিকার বিয়ে বন্ধ করল পুলিশ ও স্বেচ্ছাসেবী সংস্থা 
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement