Murshidabad News: ফরাক্কাতে হঠাৎ ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বৃদ্ধি
- Published by:Ananya Chakraborty
Last Updated:
গত তিন বছরের মধ্যে এবছর সব থেকে বেশি ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। মুর্শিদাবাদ জেলাতে ডেঙ্গু আক্রান্তের জেরে মৃত্যু হল এক স্কুল ছাত্রীর।
#মুর্শিদাবাদঃ কোভিড মহামারি পরিস্থিতির পর রাজ্যে জুড়ে লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি হচ্ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা । গত তিন বছরের মধ্যে এবছর সব থেকে বেশি ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। মুর্শিদাবাদ জেলাতে ডেঙ্গু আক্রান্তের জেরে মৃত্যু হল এক স্কুল ছাত্রীর। জানা গিয়েছে, জ্বর, পেটে ব্যথা, বমি ও মাথা ব্যথা আক্রান্ত হওয়ার পর সকালে মৃত্যু হল এক ছাত্রীর। ঘটনাটি ঘটেছে শুক্রবার ফরাক্কার ভবানীপুর মোমিন পাড়া এলাকায়। জানা গিয়েছে মৃত ছাত্রীর নামা মাসুমা খাতুন। বয়স ১৪ বছর।
পরিবারের অভিযোগ, মাসুমা গত ১৬ই অক্টোবর থেকে জ্বর, পেটে ব্যথা, বমি ও মাথা ব্যথা নিয়ে অসুস্থ হয়ে পড়ে। স্থানীয় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র চিকিৎসা করানো হয়। তারপর বাড়িতে চিকিৎসাধীন ছিল। বৃহস্পতিবার রাত থেকে তার প্রচন্ড পেটে ব্যথা ও বমি হওয়ার পর শুক্রবার সকালে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। পরিবার মাসুমার পাশাপাশি তার বাবা ও ভাই দুইজন ডেঙ্গু আক্রান্ত হয়ে বহরমপুর মেডিকেল কলেজ ভর্তি বলে জানা যায়।
advertisement
আরও পড়ুনঃ বিষ্ণুপুর কালীবাড়ির প্রাচীন কালীপুজোয় আজও ভিড় জমান বহু মানুষ
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই এলাকার প্রায় বাড়িতে ডেঙ্গু আক্রান্ত। কারণ এই এলাকার নিকাশি ব্যবস্থা ঠিকমত না হওয়ার কারণে যেখানে সেখানে জল জমে থাকে এবং সেটা কোনরকম পরিষ্কার-পরিচ্ছন্ন করা হচ্ছে না বলে ডেঙ্গু প্রকোপ বাড়ছে। তবে মুর্শিদাবাদ জেলার ফরাক্কাতে এই ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধির পরে ডেঙ্গু আক্রান্তের জেরে ছাত্রীর মৃত্যুর পর আতঙ্কিত জেলার বাসিন্দারা।
advertisement
advertisement
Koushik Adhikary
Location :
First Published :
October 21, 2022 5:32 PM IST