Murshidabad News: পঞ্চায়েত নির্বাচনের আগে ফের উদ্ধার হল তাজা বোমা 

Last Updated:

ফের মুর্শিদাবাদ জেলাতে উদ্ধার হল তাজা বোমা। বছর শেষ হতে মাত্র দুটো দিন বাকি। বছর শেষ হলেই পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হবে। আর পঞ্চায়েত নির্বাচনের আগে মুর্শিদাবাদ জেলাতে ফের উদ্ধার হল তাজা বোমা ঘনবসতিপূর্ণ এলাকায় রাস্তার ধারে চারটি বালতি ঘিরে ব্যাপক বোমাতঙ্ক ছড়ায়।

#মুর্শিদাবাদঃ ফের মুর্শিদাবাদ জেলাতে উদ্ধার হল তাজা বোমা। বছর শেষ হতে মাত্র দুটো দিন বাকি। বছর শেষ হলেই পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হবে। আর পঞ্চায়েত নির্বাচনের আগে মুর্শিদাবাদ জেলাতে ফের উদ্ধার হল তাজা বোমা ঘনবসতিপূর্ণ এলাকায় রাস্তার ধারে চারটি বালতি ঘিরে ব্যাপক বোমাতঙ্ক ছড়ায়। বুধবার বিকেল নাগাদ বালতি ঘিরে বোমাতঙ্ক ছড়ায় মুর্শিদাবাদের সামসেরগঞ্জের হাউসনগর এলাকায়। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌছায় সামসেরগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী। পুরো জায়গা আপাতত ঘিরে রেখেছে পুলিশ।
যদিও বালতিতে সত্যিই বোমা রয়েছে কি না তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার বিকেল নাগাদ সামশেরগঞ্জের হাউস নগর ব্রীজ সংলগ্ন এলাকায় একটি পরিতক্ত জায়গা সাফাই অভিযান চলছিল। তখনই চারটি বালটি দেখতে পায় জেসিবির ড্রাইভার।বিষয়টি জানাজানি হতেই হইচই সৃষ্টি হয় এলাকায়। খবর দেয়া হয় সামসেরগঞ্জ থানার পুলিশকে।
advertisement
তারপরেই ঘটনাস্থলে এসে পৌঁছে ঘটনাস্থল ঘিরে রাখে সামশেরগঞ্জ থানার পুলিশ। খবর দেওয়া হয়েছে বোমা স্কোয়াড টিমকে। এদিকে পুলিশ সূত্রে খবর, সবকটি বালতিতে বোম আছে কি না স্পষ্ট না হলেও বালতিতে দুটি বোম নজরে এসেছে স্থানীয় বাসিন্দাদের। পুরো বিষয়টি খতিয়ে দেখছে সামসেরগঞ্জ থানার পুলিশ। ঘনবসতিপূর্ণ এলাকা ও রাস্তার ঠিক পাশেই এভাবে বোমাতঙ্ক ঘিরে ব্যাপক উদ্বেগ ছড়িয়েছে গোটা এলাকায়।
advertisement
advertisement
Koushik Adhikary
view comments
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: পঞ্চায়েত নির্বাচনের আগে ফের উদ্ধার হল তাজা বোমা 
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement