Murshidabad Love: ভিডিও দেখে মুর্শিদাবাদের ছেলের প্রেমে হাবুডুবু, আমেরিকা থেকে ছুটে এলেন প্রেমিকা
- Published by:Uddalak B
Last Updated:
প্রেমের টানে সাত সমুদ্র তেরো নদী পারাপার করে মুর্শিদাবাদে এল আমেরিকার যুবতী।
#মুর্শিদাবাদঃ প্রেমের টানে সাত সমুদ্র তেরো নদী পারা করে আমেরিকা থেকে মুর্শিদাবাদে এলেন যুবতী। হিন্দি সিনেমাকেও হার মানাবে তাঁর প্রেমের কথা। লায়লা-মজনুর প্রেমের কথা আমরা সবাই জানি। কিন্তু তা বলে আমেরিকা থেকে মুর্শিদাবাদে আসা বিশ্বাসই হবে না আপনাদের। প্রেমের টানে সূদূর আমেরিকা থেকে মুর্শিদাবাদের রানীনগরে এলেন এক যুবতী।
স্থানীয় সূত্রে জানা যায়, ফারহানা আক্তার নামের আমেরিকা নিবাসী এক যুবতীর সঙ্গে মুর্শিদাবাদের রানিনগর থানার কাতলামারী এলাকার মুসাফির হোসেন নামের এক যুবকের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। মুসাফির হোসেন টিকটক ভিডিও বানাতেন। তা দেখেই তাঁর প্রেমে পড়ে যান ওই যুবতী। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দু’জনের সঙ্গে আলাপ হয়। তার পর তিন বছর ধরে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গভীর হয়ে ওঠে।
advertisement
আরও পড়ুন: এখনও বিভিন্ন রাজ্যে প্রবল বৃষ্টি, সঙ্গী হু হু হাওয়া, কলকাতা সহ পশ্চিমবঙ্গের লেটেস্ট ওয়েদার আপডেট
advertisement
আরও পড়ুন: ইডি, সিবিআই তদন্তের মাঝেই d.el.ed কলেজ গুলোর অধ্যক্ষদের সঙ্গে বৈঠক, নজরে আজ প্রাথমিক শিক্ষা পর্ষদ
শেষ পর্যন্ত প্রিয় মানুষের টানে আমেরিকা থেকে সোজা রানিনগরের কাতলামারী এলাকায় ছেলের বাড়িতে চলে আসে ওই যুবতী। প্রথমে মেয়ের বাড়ি থেকে সম্পর্ক মানতে চাইনি পরিবারের সদস্যরা।
advertisement
শেষ পর্যন্ত অদম্য সাহস আর ইচ্ছা শক্তি দেখে পরিবারের সদস্যরা মেনে নিয়েছেন বলে জানালেন আমেরিকা থেকে আসা ওই যুবতী। মুসাফির হোসেন বলেন, ‘‘আমার প্রতি বিশ্বাস রেখে ও সূদূর আমেরিকা থেকে নিজের পরিবার ছেড়ে আমার কাছে এসেছে। এই বিশ্বাসের মর্যাদা আমি রাখব।’’
তবে ফারহানা আক্তার জানিয়েছেন, মুসাফির হোসেনকে সে বিয়ে করে ভবিষ্যতে আমেরিকায় নিয়ে যেতে চাই। এই ঘটনা জানাজানি হতেই মুসাফির হোসেনের বাড়িতে ভিড় জমিয়েছেন স্থানীয় বাসিন্দারা। আমেরিকার মেয়েকে দেখতে ছোট থেকে বড় সবাই মুসাফির হোসেনের বাড়িতে আসছেন।
advertisement
কৌশিক অধিকারী
view commentsLocation :
First Published :
Oct 18, 2022 1:33 PM IST
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad Love: ভিডিও দেখে মুর্শিদাবাদের ছেলের প্রেমে হাবুডুবু, আমেরিকা থেকে ছুটে এলেন প্রেমিকা









