মুম্বইয়ে প্রবল বৃষ্টি, দেরিতে চলছে ট্রেন
Last Updated:
সোমবার সকাল থেকেই কলকাতার মুখ ভারী ৷ মেঘলা আকাশ, প্রবল বৃষ্টি ৷
#মুম্বই: সোমবার সকাল থেকেই কলকাতার মুখ ভারী ৷ মেঘলা আকাশ, প্রবল বৃষ্টি ৷ কলকাতার মতোই অবস্থা মায়ানগরী মু্ম্বইয়ের ৷ বাণিজ্য নগরীর ঘুম ভাঙতেই ঝমঝম বৃষ্টি মুম্বই জুড়ে ৷ আর বৃষ্টির ফলে দেরিতে চলছে ট্রেন৷
দক্ষিণ গুজরাতে পৌঁছল মৌসুমী বায়ু। মুম্বই-সহ মহারাষ্ট্র জুড়ে চলছে টানা বৃষ্টি। গতকাল থেকে ১২২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। জলমগ্ন বেশ কিছু এলাকা। কোথাও কোথাও হাঁটুজল জমে গিয়েছে। জল ঢুকে পড়েছে বাড়িতে। প্রবল বৃষ্টিতে মুম্বইতে সমস্ত ট্রেনই দেরিতে চলছে।
Location :
First Published :
June 25, 2018 9:45 AM IST