রামমন্দির ইস্যুতে ফের বিতর্ক উস্কে দিলেন আরএসএস প্রধান মোহন ভগবত

Last Updated:
#নয়াদিল্লি: আসন্ন লোকসভা নির্বাচনের আগে বিজেপিকে বিপাকে ফেলতে কোমর বেঁধে নামছে আরএসএস ৷ হিন্দুত্ব, সংবিধান এবং মুসমিমের পর এবার রামমন্দিরকে হাতিয়ার করল আরএসএস ৷
তিনদিন ধরে দিল্লিতে ভবিষ্যত ভারতের রূপরো নিয়ে আলোচনা সভার আয়োজন করেছিল সঙ্ঘ পরিবার ৷ সেই আলোচনা সভাতেই রামমন্দির প্রসঙ্গ টেনে আনলেন আরএসএস প্রধান মোহন ভগবত ৷ বলেন, অনেক আগেই রামমন্দির তৈরি করা উচিত ছিল ৷ রাজনীতি না ঢুকলে অনেক আগেই এই সমস্যার সমাধান হয়ে যেত ৷ তাহলে দুই ধর্মের মধ্যেও সমস্যার সমাধান হয়ে যেত অনেক আগেই ৷
advertisement
ভগবত আরও বলেন, ‘একজন সংঘর কর্মী হিসেবে, আরএসএস প্রধান এবং রাম জন্মভূমি আন্দোলনের অংশীদার হয়ে আমি সবসময়ই চেয়েছিলাম অযোধ্যায় রাম মন্দির তৈরি নিয়ে আর যাতে কোনও সমস্যা না থাকে ৷ কিন্তু মন্দির তৈরিতে ঢিলেমি হওয়ার জন্য হিন্দু মুসলিম মধ্যেকার সম্পর্কও ক্রমশ জটিল হচ্ছে ৷’ তবে, সমস্ত সমস্যার সমাধান হয়ে দ্রুত তৈরি হবে রামমন্দির ৷ সেই বিষয়ে আত্মবিশ্বাসী ভগবত ৷
advertisement
advertisement
প্রসঙ্গত, লোকসভা নির্বাচনের আগে রাম মন্দির প্রসঙ্গ নিয়ে একেবারেই ভাবতে নারাজ বিজেপি ৷ ২০২২ সালের মধ্যে ‘New India’ তৈরির প্রতিশ্রুতিতে স্থান পায়নি রামমন্দির ইস্যু ৷ আরএসএস-ভিএইচপির মন্দির ইস্যুও বাদ পড়েছে রাজনৈতিক প্রস্তাব থেকে ৷ আর এই বিষয়টি নিয়েই উঠছে প্রশ্ন ৷ তবে কি আরএসএস এবং বিজেপির মধ্যে দূরত্ব বাড়ছে ? সেই প্রশ্নটা উঠছেই ৷
বাংলা খবর/ খবর/দেশ/
রামমন্দির ইস্যুতে ফের বিতর্ক উস্কে দিলেন আরএসএস প্রধান মোহন ভগবত
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement