সমর্থকদের আনন্দোল্লাসে কেঁপে উঠল মাটি, মানুষের তৈরি ভূমিকম্পে কাঁপলো মেক্সিকো
Last Updated:
জার্মানির বিরুদ্ধে ম্যাচ খেলছে মেক্সিকো ৷ ৩৫ মিনিটে গোল করলেন লোজানো ৷
# মেক্সিকো সিটি : জার্মানির বিরুদ্ধে ম্যাচ খেলছে মেক্সিকো ৷ ৩৫ মিনিটে গোল করলেন লোজানো ৷ দলের গোলে উচ্ছ্বসিত সমর্থকরা দেশের বিভিন্ন প্রান্তে উচ্ছ্বাসে ঝাঁপিয়ে উঠলেন ৷ কেঁপে উঠল মাটি ৷
না গল্প কথা ভাববেন না ৷ সিসমোগ্রাফ যন্ত্রে সে সময় একটা কম্পন ধরা পড়েছে ৷ সাত সেকেন্ড স্থায়ী সেই কম্পনকে ‘আর্টিফিশিয়াল কম্পন ’ বলেছে দ্য ইনস্টিটিউট অফ জিওলজিক্যাল অ্যান্ড অ্যাটমোস্ফেরিক ইনভেসটিগেশনস ৷
advertisement
এদিন মেক্সিকো সিটির বিশাল মনি স্কোয়ারে ফ্যানরা উন্মাদনায় ভাসেন ৷ সম্বোরো হ্যাট পড়ে, প্রচলিত মেক্সিকো ঘরানায় মজেছিলেন ফ্যানরা ৷ সঙ্গে গলায় ছিল বিখ্যাত ফুটবল সঙ্গীত ‘সিওলিতো লিন্ডো’ কিম্বা লোকসঙ্গীত ‘প্রিটি লিটল স্কাই’ ৷
advertisement
শুরু থেকেই দলের খেলার উত্তেজনা অনুভব করছিলেন মেক্সিকান ফ্যানরা ৷ আর ৩৫ মিনিটো লোজানো-র গোলের সঙ্গে সঙ্গে সকলে একসঙ্গে চেঁচিয়ে ওঠেন , ‘ইয়েস উই ডিড ইট ৷’ অর্থাৎ আমরা করতে পেরেছি ৷
আর এই উৎসাহের লাফানোতেই ভূমিকম্পমাপক যন্ত্রে ধরা পড়ল কম্পন ৷
view commentsLocation :
First Published :
June 18, 2018 1:24 PM IST

