টাওয়ারের মাথায় উঠে নাচা-গানা জুড়ল যুবক
Last Updated:
সাত সকালে টাওয়ারে বিপত্তি ৷ মোবাইল টাওয়ারের মাথায় উঠে পড়ল এক মানসিক ভারসাম্যহীন যুবক ৷ বুধবার সকালে ঘটনাটি ঘটেছে বীরভূমের মহম্মদবাজার এলাকায় ৷ পরে দমকল এসে ওই ব্যক্তিকে নীচে নামায় ৷
#কলকাতা: সাত সকালে টাওয়ারে বিপত্তি ৷ মোবাইল টাওয়ারের মাথায় উঠে পড়ল এক মানসিক ভারসাম্যহীন যুবক ৷ বুধবার সকালে ঘটনাটি ঘটেছে বীরভূমের মহম্মদবাজার এলাকায় ৷ পরে দমকল এসে ওই ব্যক্তিকে নীচে নামায় ৷
এলাকাবাসীরা জানান, ওই ব্যক্তি মানসিকভাবে সুস্থ নন ৷ এ দিন সকলের চোখ এড়িয়ে টাওয়ারে উঠে পড়েন তিনি ৷ টাওয়ারের যন্ত্রাংশও নষ্ট করে দেন ৷ অনেক হাঁকডাকের পরেও তাঁকে নীচে নামাতে ব্যর্থ হন স্থানীয়রা ৷ তখনই খবর দেওয়া হয় দমকলে ৷
advertisement
advertisement
প্রায় তিন ঘণ্টার চেষ্টা দমকলকর্মীরা তাঁকে নীচে নামিয়ে আনেন ৷ এর আগেও একবার মুরারইয়ের টাওয়ারে উঠে পড়েছিলেন ওই যুবক ৷
Location :
First Published :
May 02, 2018 10:50 AM IST