পাহাড়ে বনধ করবেন না, টুরিজমে গুরুত্ব বাড়ান, কালিম্পঙে বললেন মুখ্যমন্ত্রী

Last Updated:
#কালিম্পং: পাহাড়ে এখনও বিমল গুরুংয়ের প্রভাব রয়েছে ৷ রয়েছে হরকাবাহাদুর ছেত্রীর প্রভাবও ৷ তবু, পাহাড় জুড়ে উন্নয়নের আশাতেই মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে কালিম্পঙও শান্তির পথে পা বাড়িয়েছে ৷ আজ, পাহাড়ের জনসভা থেকে অতীত ভুলে কালিম্পঙবাসীকে সেই উন্নয়নের পথে পা বাড়ানোরই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বলেন, পাহাড়ে অতীতের ঘটনা ভুলে যেতে চাই ৷ পাহাড়ের উন্নয়নে একজোটে লড়ব ৷ শান্তি থাকলে সব কাজ ঠিকঠাক হয় ৷ পাহাড়ে শান্তি থাকলে আরও উন্নয়ন হবে ৷
কালিম্পঙের সভা থেকেই পাহাড়ের উন্নয়ন কীভাবে সম্ভব ? সেই পথও বাতলে দিলেন মুখ্যমন্ত্রী ৷ বলেন,
রাজ্যের মানুষ পাহাড়কে ভালোবাসেন ৷ তাই পাহাড়ে পর্যটকের সংখ্যা আগের তুলনায় বেশ কিছুটা বেড়েছে ৷ পাহাড়ে পর্যটক আসা আরও বাড়াতে হবে ৷ যত পর্যটক আসবেন, পাহাড়ের তত লাভ ৷ টুরিজিমে আরও জোর দিতে হবে ৷ পাহাড়ে থাকার জায়গা কম আছে ৷ পাহাড়ে হোটেল, হোম স্টে বাড়াতে হবে ৷
advertisement
advertisement
গতকাল মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে রাস্তায় নেমে এসেছিল কালিম্পঙবাসী ৷ বৃষ্টি মাখায় করেই মুখ্যমন্ত্রীকে স্বাগত জানিয়েছেন সকলে ৷ কারণ তাদের বিশ্বাস, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই পাহাড়ে শান্তি ও উন্নয়ন হতে পারে ৷ এই প্রসঙ্গেই মুখ্যমন্ত্রী বলেন,
কোনও দল ৪-৫ মাস বনধ করলে ক্ষতি হয় ৷ বনধ করলে উন্নয়ন আটকে যায় ৷ এই ক্ষতি পাহাড়ের মানুষ চাইছিলেন না ৷
advertisement
পাশাপাশি দার্জিলিঙেও এডুকেশন হাব তৈরির সিদ্ধান্ত নিচ্ছে রাজ্য সরকার ৷ মমতা বলেন,
এখানে কলেজ, আইটিআই তৈরির পরিকল্পনা ৷ মংপুতে বিশ্ববিদ্যালয় গড়া হবে ৷ পাহাড়ে ৮টি বোর্ডকে ৯৬ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে ৷
নবান্ন সূত্রে খবর, চার দিনের জন্য পাহাড় সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ শুক্রবার কলকাতা ফেরার কথা তাঁর ৷ সেখানে ১৫টি উন্নয়ন বোর্ডের সমাবেশে অংশ নেবেন তিনি ৷ জিটিএ-র সঙ্গে প্রশাসনিক বৈঠকেও যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর ৷
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
পাহাড়ে বনধ করবেন না, টুরিজমে গুরুত্ব বাড়ান, কালিম্পঙে বললেন মুখ্যমন্ত্রী
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement