Malda News: পরিযায়ীদের জন্য সুখবর! দুয়ারে সরকার শিবিরে এবার নতুন সংযোজন কর্মসাথি
- Published by:Rachana Majumder
- hyperlocal
- Reported by:HARASHIT SINGHA
Last Updated:
দুয়ারে সরকার শিবিরে এবার নতুন সংযোজন কর্মসাথী প্রকল্প। পরিযায়ী শ্রমিকদের জন্য রাজ্য সরকার এই প্রকল্প চালু করেছে। এখানে অনলাইন পদ্ধতিতে পরিযায়ী শ্রমিকেরা তাঁদের নাম রেজিস্ট্রেশন করতে পারবেন।
মালদহ- দুয়ারে সরকার শিবিরে এবার নতুন সংযোজন কর্মসাথি প্রকল্প। পরিযায়ী শ্রমিকদের জন্য রাজ্য সরকার এই প্রকল্প চালু করেছে। এখানে অনলাইন পদ্ধতিতে পরিযায়ী শ্রমিকেরা তাঁদের নাম রেজিস্ট্রেশন করতে পারবেন। এই অ্যাপের পরিযায়ী শ্রমিকদের নাম রেজিস্ট্রেশন থাকলে সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা তাঁরা অতি সহজে পাবেন।
মালদহ জেলার শ্রম দফতর সূত্রে জানা গিয়েছে, ১ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্য সরকারের উদ্যোগে শুরু হচ্ছে দুয়ারে সরকার শিবির। এক মাস ব্যাপী এই দুয়ারে সরকার শিবিরে পরিযায়ী শ্রমিকেরা নাম নথিভুক্ত করতে পারবেন। শুধুমাত্র দুয়ারে সরকার শিবিরে নয় দেশ এমনকি বিদেশের যে কোন প্রান্ত থেকে অনলাইন মাধ্যমে পড়ে যায় শ্রমিকেরা তাদের নাম রেজিস্ট্রেশন করতে পারবেন এই পোর্টালে।মালদহ জেলার শ্রম দফতর সূত্রে জানা গিয়েছে, এতদিন পর্যন্ত মালদহ জেলা এমনকি রাজ্যে কত পরিযায়ী শ্রমিক রয়েছে সে তথ্য প্রশাসনের কাছে নেই। কোথায় কোন শ্রমিক কি কাজে যায় সে সমস্ত তথ্য সরকারের কাছে নেই। পরিযায়ী শ্রমিকদের জন্য কর্মসাথী পোর্টাল চালু করায় এবার থেকে পরিচয় শ্রমিকদের সমস্ত তথ্য এখানে রেজিস্ট্রেশন হবে। সরকারের কাছেও থাকবে, পরিযায়ী শ্রমিকদের হিসাব। এর ফলে বিভিন্ন ক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে প্রশাসন থেকে পরিযায়ী শ্রমিকদের।পরিযায়ী শ্রমিকদের জন্য কর্মসাথী পোর্টাল শ্রম দফতরের অধীনে রয়েছে।
advertisement
advertisement
জয়েন্ট লেবার কমিশনার মালদহ তানিয়া দত্ত জানান, আমাদের কাছে বর্তমানে পরিযায়ী শ্রমিকদের তথ্য নেই। নতুন পোর্টালে কর্মসাথী অ্যাপে নাম নথিভুক্ত করতে পারবেন। দুয়ারে সরকার শিবিরেও একমাস ধরে রেজিস্ট্রেশন করা যাবে। জানা গিয়েছে এখানে পরিযায়ী শ্রমিকেরা তাঁদের নাম নথিভুক্ত করলে একাধিক সুযোগ-সুবিধা পাবেন। পরিযায়ী শ্রমিকেদের স্বাভাবিক মৃত্যু হলে সরকারের পক্ষ থেকে ৫০ হাজার টাকা দেওয়া হবে তার নমিনিকে। দুর্ঘটনায় মৃত্যু হলে দুই লক্ষ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দেওয়া হবে। দুর্ঘটনায় কোন শ্রমিক ৪০ থেকে ৮০ শতাংশ ক্ষতিগ্রস্ত হলে ৫০ হাজার টাকা দেওয়া হবে। ৮০ শতাংশের বেশি ক্ষতিগ্রস্থ হলে এক লক্ষ টাকা পর্যন্ত সরকারিভাবে দেওয়া হবে। এছাড়াও সরকারিভাবে কর্মসাথী পোর্টালে নাম নথিভুক্ত থাকলে ভিন রাজ্যে কোথাও কোন শ্রমিকের দুর্ঘটনায় মৃত্যু হলে তাঁর দেহ নিয়ে আসার জন্য টাকা দেওয়া হবে সরকারিভাবে। পরিযায়ী শ্রমিকেরা নিজেরা উপস্থিত থেকে বা পরিবারের কাউকে দিয়ে দুয়ারের সরকার শিবির অথবা দফতরে গিয়ে নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন।
advertisement
হরষিত সিংহ
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
August 31, 2023 8:44 PM IST