Malda News- মালদহ জেলার ইংরেজবাজার ও পুরাতন মালদহ পুরসভার নির্বাচনী প্রস্তুতি চলছে
- Published by:Samarpita Banerjee
Last Updated:
ইংরেজবাজার ও পুরাতন মালদহ পুরসভার প্রতিটি বুথে সিসিটিভি ক্যামেরায় নজরদারি চালানো হবে
#মালদহ- ২৭ ফেব্রুয়ারি রাজ্যের অন্যান্য পুরসভার সাথে মালদহ জেলার দুটি পুরসভায় নির্বাচন রয়েছে (Malda News)। ইংরেজবাজার ও পুরাতন মালদহ, এই দুটি পুরসভা রয়েছে মালদহয়। ইংরেজবাজার পুরসভায় মোট আসন ২৯ টি। গত নির্বাচনে তৃণমূল কংগ্রেস ১৫ টি, বিজেপি ৩ টি, সিপিআইএম ৬ টি, আর এসপি ১ টি, কংগ্রেস ২ টি ও নির্দল ২ টি আসনে জয়ী হয়েছিল। ভোটের পর দল বদল করেন একাধিক কাউন্সিলর। বর্তমান পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেসের দখলে রয়েছে ২৪ টি ওয়ার্ড। বিজেপির দখলে ৩ টি ও সিপিআইএমের দখলে ২ টি ওয়ার্ড রয়েছে।এই বছর ইংরেজবাজার পুরসভার মোট ভোটার ১,৫১,৪০০ জন। তাদের মধ্যে পুরুষ ভোটার- ৭৪,০১৪ জন, মহিলা ভোটার- ৭৭,৮৭৮ জন ও তৃতীয় লিঙ্গ- ০৮ জন রয়েছেন।এবার নির্বাচনে লড়াইয়ে রয়েছেন ১৩৩ জন প্রার্থী। মোট বুথ রয়েছে ১৮৬ টি।ভোট গ্রহণের জন্য ২৭৯ টি ইভিএম থাকছে।
পুরাতন মালদহ পুরসভার মোট আসন ২০ টি (Malda News)। গত নির্বাচনে তৃণমূল কংগ্রেস ১০ টি, বিজেপি ৫ টি, সিপিআইএম ২ টি ও নির্দল প্রার্থী ৩ টি আসনে জয় লাভ করেন। ভোটের পর একাধিক কাউন্সিলর দলবদল করে তৃণমূলে যোগদান করেন। বর্তমানে তৃণমূল কংগ্রেসের দখলে ১৯ টি ও সিপিআইএমের দখলে ১টি মাত্র ওয়ার্ড রয়েছে।এই বছর পুরাতন মালদহ পুরসভার মোট ভোটার ৬২,৬৩১ জন। তাদের মধ্যে পুরুষ ভোটার ৩১,৪৩০ জন, মহিলা ভোটার- ৩১,২০০ জন ও তৃতীয় লিঙ্গ ভোটার ০১ জন রয়েছেন। নির্বাচনী লড়াইয়ে নেমেছেন মোট ৮৮ জন প্রার্থী। পুরাতন মালদহ পৌরসভায় মোট বুথ ৮৩ টি। ভোট গ্রহণের জন্য থাকছে ১৩৩ টি ইভিএম। ইংরেজবাজার ও পুরাতন মালদহ পুরসভার প্রতিটি বুথে সিসিটিভি ক্যামেরায় নজরদারি চালানো হবে। (Malda News)
advertisement
Harashit Singha
advertisement
Location :
First Published :
February 26, 2022 3:31 PM IST