Malda News: বাজারের থেকে কম দামে রুই-কাতলা! ফের চালু সরকারি সহায়ক মূল্যে মাছ বিক্রি

Last Updated:

বাজারের থেকে কম দামে বিক্রি হচ্ছে রুই কাতলা। সরকারি সহায়ক মূল্যে মিলছে মালদহের সাগরদিঘী মৎস্য প্রজনন কেন্দ্রের রুই কাতলা সহ বিভিন্ন মাছ। বাজারের তুলনায় কম দামে বড় মাছ পেয়ে খুশি স্থানীয়রা।

+
সরকারি

সরকারি সহায়ক মূল্যে বিক্রি হচ্ছে মাছ

#মালদহ: বাজারের থেকে কম দামে বিক্রি হচ্ছে রুই, কাতলা। সরকারি সহায়ক মূল্যে মিলছে মালদহের সাগরদিঘী মৎস্য প্রজনন কেন্দ্রের রুই কাতলা সহ বিভিন্ন মাছ। বাজারের তুলনায় কম দামে বড় মাছ পেয়ে খুশি স্থানীয় বাসিন্দারা। সাগরদিঘি মৎস্য প্রজনন কেন্দ্রে মাছ বিক্রি কেন্দ্র তৈরি করা হয়েছে। সেখান থেকে প্রতিবছর সরকারি সহায়ক মূল্য মাছ বিক্রি হয়ে থাকে। এবারও সরকারি এই মাছের বাজার খোলা হল সাধারণ মানুষের জন্য।
প্রতি সপ্তাহে দুই থেকে তিন দিন এই মৎস্য প্রজনন কেন্দ্র থেকে সাধারণ মানুষের কাছে সরকারি সহায়ক মূল্যে মাছ বিক্রি করা হয়। স্থানীয় আশেপাশের বাসিন্দারা কম দামে মাছ কিনতে পেরে খুশি। শুধু খোলাবাজারেই নয় সরকারি মৎস্য প্রজনন কেন্দ্রের মাছ পাইকারি মূল্য বিক্রি করা হয়ে থাকে এখান থেকে।
advertisement
advertisement
পশ্চিমবঙ্গের বৃহত্তম মৎসপ্রজনীন কেন্দ্র সাগরদিঘী। প্রতিবছর এখানে কয়েক কোটি মাছের ডিম ফোটানো হয়। পাশাপাশি সাগরদিঘীতে রুই, কাতলা, সিলভার কাপ সহ বিভিন্ন প্রজাতির মিষ্টি জলের মাছ চাষ করা হয়। এখানকার বড় মাছ পাইকারি ও খুচরো মূল্যে বাজারে বিক্রি করা হয় সরকারি উদ্যোগেই। তবে মাঝে কিছুদিন সরকারি সহায়ক মূল্যে খুচরো মাছ বিক্রি বন্ধ ছিল এই প্রজনন কেন্দ্রে।
advertisement
মালদহ জেলা মৎস্য দফতর সূত্রে জানা গিয়েছে, সম্পূর্ণ সরকারি সহায়ক মূল্যে মাছ বিক্রি করা এখানে। মাছের ওজন হিসাবে দাম ধার্য করা রয়েছে। ১ কেজির নিচে রুই বা কাতলা মাছ ১০০ টাকা কেজি। এক থেকে দেড় কেজির মধ্যে রুই ও কাতলা মাছ দেড়শো টাকা কেজি। ২ কেজির ওপরে যে সমস্ত মাছ পাওয়া যায় সেগুলি ২০০ টাকা কেজি দরে বিক্রি হয় খুচরো বাজারে।
advertisement
আরও পড়ুন South 24 Parganas News: স্পোকেন ইংলিশ শেখানোর নাম করে দিনের পর দিন ছাত্রীকে ধর্ষণ শিক্ষকের! অভিযুক্ত গ্রেফতার
মাঝে অনেকদিন বিক্রি বন্ধ ছিল‌। আবার চলতি সপ্তাহ থেকে চালু হল মাছ বিক্রি। স্থানীয়রা চাইছেন নিয়মিত প্রশাসনের তরফ থেকে খুচরো মূল্য বিক্রি করা হোক মাছ। যদিও এখনও নিয়মিত বিক্রি নিয়ে কোন মন্তব্য করতে রাজি হননি মৎস দফতরের কর্তারা। আগের নিয়মেই চলবে মাছ বিক্রি। এমনটাই জানিয়েছেন তাঁরা।
advertisement
হরষিত সিংহ
বাংলা খবর/ খবর/মালদহ/
Malda News: বাজারের থেকে কম দামে রুই-কাতলা! ফের চালু সরকারি সহায়ক মূল্যে মাছ বিক্রি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement