ডাক্তার হওয়ার স্বপ্ন আঁকড়ে মাধ্যমিকে দশম লটারির টিকিট বিক্রেতার ছেলে শুভম রায়

Last Updated:

ডাক্তার হওয়ার স্বপ্ন আঁকড়ে মাধ্যমিকে দশম লটারির টিকিট বিক্রেতার ছেলে শুভম রায়

#বীরভূম: অভাবকে সঙ্গী করেই বড় হয়ে ওঠা শুভম রায়ের ৷ লটারির টিকিট বিক্রি করেই বাবার উপার্জন ৷ সেই স্বল্প টাকাতেই চলত সংসার, শুভমের পড়াশুনা ৷ কঠোর পরিশ্রম ও অধ্যাবসায়কে সম্বল করে মাধ্যমিকে যুগ্মভাবে দশম স্থান অধিকার করেছে বীরভূমের বক্রেশ্বর তাপ বিদ্যুৎ কেন্দ্র প্রবীর সেনগুপ্ত উচ্চ বিদ্যালয়ের শুভম রায় ৷ তাঁর তার প্রাপ্ত নাম্বার ৬৮০ ৷
সিউড়ির সাজানো পল্লীতে বাড়ি শুভমের ৷ বীরভূমের ভীমগড়ে একটি ছোট্ট লটারির দোকান চালান তাঁর বাবা পরিমল রায় ৷ লটারির ব্যবসার স্বল্প উপার্জনে ভালো করে মেটে না সংসারের সামান্য থেকে সামান্যতর চাহিদাও ৷ তবুও দমেনি শুভম ৷ অভাবের সঙ্গে লড়াই করে নিজের ইচ্ছাতেই রাত জেগে পড়াশুনা চালিয়ে গিয়েছে সিউড়ির এই মেধাবী ছাত্র ৷
advertisement
আরও পড়ুন 
advertisement
মাধ্যমিকে এমন অভাবনীয় সাফল্যের পর শুভমের পরবর্তী লক্ষ্য ডাক্তার হওয়া ৷ অভাবের সংসারে কিভাবে ছেলের এই উচ্চশিক্ষার স্বপ্ন পূরণ করবেন তাই ভেবেই বাবা পরিমল রায়ের কপালে চিন্তার ভাঁজ ৷ ছেলের সাফল্যে উচ্ছ্বাস প্রকাশের সঙ্গে সঙ্গে গর্বিত বাবার গলায় ধরা পড়েছে অনিশ্চিত ভবিষ্যতের আশঙ্কা ৷ টাকার অভাবে যাতে ছেলের পড়াশুনা বন্ধ না হয়ে যায়, তার জন্য সরকারের কাছে সাহায্যের আর্জি জানিয়েছেন শুভমের বাবা ৷
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ডাক্তার হওয়ার স্বপ্ন আঁকড়ে মাধ্যমিকে দশম লটারির টিকিট বিক্রেতার ছেলে শুভম রায়
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement