দীনেন রায়কে সরিয়ে মেদিনীপুর পৌরসভার দায়িত্বে সৌমেন খান !

Last Updated:

"এক ব্যক্তি এক পদ" নিয়ম কার্যকর করা শুরু হল তৃণমূল কংগ্রেসে। সেই নিয়ম-কে অনুসরণ করেই গতকাল দলের জেলা সংগঠনের শীর্ষ পদে পরিবর্তন করা হয়েছে।

#পশ্চিম মেদিনীপুর: "এক ব্যক্তি এক পদ" নিয়ম কার্যকর করা শুরু হল তৃণমূল কংগ্রেসে। সেই নিয়ম-কে অনুসরণ করেই গতকাল দলের জেলা সংগঠনের শীর্ষ পদে পরিবর্তন করা হয়েছে। এবার, পৌরসভার প্রশাসনিক পদেও পরিবর্তন আনা হল। পশ্চিম মেদিনীপুর জেলার পৌরসভাগুলিতেও বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরস (Board of Administrators) এর পদে পরিবর্তন করা হল। অর্ধ-শতাব্দী প্রাচীন ঐতিহ্য মন্ডিত "মেদিনীপুর পৌরসভা"র প্রশাসনিক বোর্ডেও বদল আনা হল। এই বোর্ডের চেয়ারপারসন ছিলেন খড়্গপুর গ্রামীণের বিধায়ক দীনেন রায়। তিনি বিধায়ক হওয়ার সাথে সাথে জেলার অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদ MKDA- এর চেয়ারম্যানও। তাই, খড়্গপুর গ্রামীণ বিধানসভার বাসিন্দা দীনেন-কে এবার মেদিনীপুর পৌরসভার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হল! এলেন, পৌরসভার দীর্ঘদিনের কাউন্সিলর সৌমেন খান ।
বিধানসভা নির্বাচনের মুখেই জেলার এই অবিসংবাদিত কংগ্রেস নেতা তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন। তাঁকে চেয়ারপারসন করে ৭ জনের বোর্ড গঠন করা হয়েছে। ভাইস চেয়ারপারসন হয়েছেন চিকিৎসক ডাঃ গোলোক বিহারী মাজি। উল্লেখ্য যে, মেদিনীপুর বিধানসভায় তাঁর প্রার্থী হওয়ার জল্পনা উঠেছিল একসময়! শেষমেশ দলেরই একাংশের বিরোধিতায় ডাক্তারবাবুর প্রার্থী হওয়া আটকে যায়। প্রার্থী করা হয় জুন মালিয়াকে! এবার, সেই ক্ষতেই প্রলেপ দেওয়া হল বলে মনে করা হচ্ছে। এছাড়াও, বোর্ডে আছেন- দীর্ঘদিনের কাউন্সিলর তথা তৃণমূলের শহর সভাপতি বিশ্বনাথ পান্ডব, বিশ্বেশ্বর নায়েক, শ্যামল ভকত, অনিমা সাহা, চন্দ্রশেখর তেওয়ারি।
advertisement
অন্যদিকে, খড়্গপুর পৌরসভার চেয়ারপারসন থাকলেন প্রদীপ সরকারই। ভাইস চেয়ারপারসন ২ জন- শেখ হানিফ ও শতদল ব্যানার্জি। এছাড়াও, মোট ৯ জনের বোর্ডে আছেন কল্যাণী ঘোষ, ভেঙ্কট রামন, অঞ্জনা সাঁকরে, নাফিসা খাতুন, দেবাংশু গাঙ্গুলী এবং লক্ষ্মী মুর্মু। অন্যদিকে, রামজীবন পৌরসভাতে চেয়ারপারসন হয়েছেন নির্মল চৌধুরী। ভাইস চেয়ারপারসন সুকুমার বাগ। বোর্ডে আছেন- উত্তম কুমার চৌধুরী ও কল্যাণ তেওয়ারি (রাণা)। অপরদিকে, চন্দ্রকোনা পৌরসভাতে চেয়ারপারসন করা হয়েছে বিল্লু মান্না-কে। ভাইস চেয়ারপারসন হয়েছেন প্রতিমা পাত্র। বোর্ডে আছেন- অশোক পালোধি, গোবিন্দ দাস ও সৌরভ চক্রবর্তী। উল্লেখ্য যে, সৌরভ চক্রবর্তী'র ঘাটাল সাংগঠনিক জেলার যুব সভাপতি হওয়ার জল্পনা উঠেছিল! যদিও তিনি অবিভক্ত জেলার (পশ্চিম মেদিনীপুর) ছাত্র সভাপতি আছেন এখনও।
advertisement
advertisement
 Partha Mukherjee
বাংলা খবর/ খবর/Local News/
দীনেন রায়কে সরিয়ে মেদিনীপুর পৌরসভার দায়িত্বে সৌমেন খান !
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement