Sudipta Chakraborty: বিপন্ন থ্যালাসেমিয়া রোগীর পাশে দাঁড়াতে রক্তদান জাতীয় পুরস্কারজয়ী অভিনেত্রীর

Last Updated:

এই প্রথম রক্ত দিলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী ৷ আর্জি রেখেছেন সাধারণ মানুষের কাছেও ৷ তাঁরাও যেন রক্তদানে এগিয়ে আসেন ৷

কলকাতা : কিছু কাজ তিনি নীরবে করতেই ভালবাসেন ৷ কিন্তু এ বার সকলকে জানালেন সুদীপ্তা চক্রবর্তী ৷ সোশ্যাল মিডিয়ায় ছবি দিলেন নিজের রক্তদানের ৷ অতিমারিতে বিপন্ন এক থ্যালাসেমিয়া রোগীর পাশে দাঁড়ালেন অভিনেত্রী ৷ লিখেছেন, নিজের কাজের প্রচার তাঁর ইচ্ছে ছিল না ৷ কিন্তু যে সংস্থার উদ্যোগে তিনি রক্তদান করেছেন, তাদের অনুরোধেই ছবি শেয়ার করেছেন৷ উদ্যোক্তাদের আশা, কোনও খ্যাতনামীকে রক্তদান করতে দেখলে সাধারণ মানুষও উৎসাহ পাবেন ৷
এই প্রথম রক্ত দিলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী ৷ আর্জি রেখেছেন সাধারণ মানুষের কাছেও ৷ তাঁরাও যেন রক্তদানে এগিয়ে আসেন ৷ অতিমারিতে রক্তের যোগান খুব কম ৷ একে লকডাউন, তার উপর যাঁরা নিয়মিত রক্ত দেন, তাঁদের অনেকেই কোভিড আক্রান্ত ৷ তাই রক্তের অভাবে সমস্যায় পড়েছেন রোগী ও তাঁদের পরিজনরা ৷ সুদীপ্তার আশঙ্কা, ৪৫ বছরে নীচে টিকাকরণ শুরু হলে এই আকাল আরও বাড়বে ৷ কারণ কোভিডের টিকা নেওয়ার পর দু সপ্তাহ অবধি রক্তদান করা যায় না ৷
advertisement
রক্তদান নিয়ে ভয় ছিল সুদীপ্তার মনে ৷ কিন্তু ভয় কাটিয়ে মহৎ উদ্যোগের শরিক হলেন তিনি ৷ রক্তদান করলেন অচেনা এক থ্যালসেমিয়া রোগীর জন্য ৷  অতিমারিতে মানুষের পশে দাঁড়াতে পেরে তাঁর ভাল লাগছে৷ জানিয়েছেন সুদীপ্তা ৷
advertisement
পাশাপাশি অর্টিস্ট ফোরামের উদ্যোগে করোনারোগীদের জন্য সাময়িক চিকিৎসাকেন্দ্র শুরু হওয়ায় সুদীপ্তা ধন্যবাদ জানিয়েছেন অভিনেতা শান্তিলাল মুখোপাধ্যায়কে ৷ একটি ক্লাবের সহযোগিতায় দক্ষিণ কলকাতার লেক গার্ডেন্সে ব্যাডমিন্টন ট্রেনিং সেন্টার কমপ্লেক্সে এই পরিষেবা শুরু করেছে ফোরাম ৷ কোভিডরোগীরা বিনা খরচে এখানে চিকিৎসা পরিষেবা পাবেন৷ চিকিৎসার পাশাপাশি পঁচিশ শয্যার এই কেন্দ্রে থাকবে অক্সিজেন এবং থাকা খাওয়ার ব্যবস্থাও ৷ সৌমিত্র চট্টোপাধ্যায়ের নামানুসারে এই কেন্দ্রের নাম রাখা হয়েছে ‘সৌমিত্র’৷ আর্টিস্ট ফোরামের সদস্য, তাঁদের পরিবার, কুশীলবরা এবং স্থানীয় ওয়ার্ডের বাসিন্দারা এই কেন্দ্রে পরিষেবা পাবেন ৷
view comments
বাংলা খবর/ খবর/Local News/
Sudipta Chakraborty: বিপন্ন থ্যালাসেমিয়া রোগীর পাশে দাঁড়াতে রক্তদান জাতীয় পুরস্কারজয়ী অভিনেত্রীর
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement