Sudipta Chakraborty: বিপন্ন থ্যালাসেমিয়া রোগীর পাশে দাঁড়াতে রক্তদান জাতীয় পুরস্কারজয়ী অভিনেত্রীর

Last Updated:

এই প্রথম রক্ত দিলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী ৷ আর্জি রেখেছেন সাধারণ মানুষের কাছেও ৷ তাঁরাও যেন রক্তদানে এগিয়ে আসেন ৷

কলকাতা : কিছু কাজ তিনি নীরবে করতেই ভালবাসেন ৷ কিন্তু এ বার সকলকে জানালেন সুদীপ্তা চক্রবর্তী ৷ সোশ্যাল মিডিয়ায় ছবি দিলেন নিজের রক্তদানের ৷ অতিমারিতে বিপন্ন এক থ্যালাসেমিয়া রোগীর পাশে দাঁড়ালেন অভিনেত্রী ৷ লিখেছেন, নিজের কাজের প্রচার তাঁর ইচ্ছে ছিল না ৷ কিন্তু যে সংস্থার উদ্যোগে তিনি রক্তদান করেছেন, তাদের অনুরোধেই ছবি শেয়ার করেছেন৷ উদ্যোক্তাদের আশা, কোনও খ্যাতনামীকে রক্তদান করতে দেখলে সাধারণ মানুষও উৎসাহ পাবেন ৷
এই প্রথম রক্ত দিলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী ৷ আর্জি রেখেছেন সাধারণ মানুষের কাছেও ৷ তাঁরাও যেন রক্তদানে এগিয়ে আসেন ৷ অতিমারিতে রক্তের যোগান খুব কম ৷ একে লকডাউন, তার উপর যাঁরা নিয়মিত রক্ত দেন, তাঁদের অনেকেই কোভিড আক্রান্ত ৷ তাই রক্তের অভাবে সমস্যায় পড়েছেন রোগী ও তাঁদের পরিজনরা ৷ সুদীপ্তার আশঙ্কা, ৪৫ বছরে নীচে টিকাকরণ শুরু হলে এই আকাল আরও বাড়বে ৷ কারণ কোভিডের টিকা নেওয়ার পর দু সপ্তাহ অবধি রক্তদান করা যায় না ৷
advertisement
রক্তদান নিয়ে ভয় ছিল সুদীপ্তার মনে ৷ কিন্তু ভয় কাটিয়ে মহৎ উদ্যোগের শরিক হলেন তিনি ৷ রক্তদান করলেন অচেনা এক থ্যালসেমিয়া রোগীর জন্য ৷  অতিমারিতে মানুষের পশে দাঁড়াতে পেরে তাঁর ভাল লাগছে৷ জানিয়েছেন সুদীপ্তা ৷
advertisement
পাশাপাশি অর্টিস্ট ফোরামের উদ্যোগে করোনারোগীদের জন্য সাময়িক চিকিৎসাকেন্দ্র শুরু হওয়ায় সুদীপ্তা ধন্যবাদ জানিয়েছেন অভিনেতা শান্তিলাল মুখোপাধ্যায়কে ৷ একটি ক্লাবের সহযোগিতায় দক্ষিণ কলকাতার লেক গার্ডেন্সে ব্যাডমিন্টন ট্রেনিং সেন্টার কমপ্লেক্সে এই পরিষেবা শুরু করেছে ফোরাম ৷ কোভিডরোগীরা বিনা খরচে এখানে চিকিৎসা পরিষেবা পাবেন৷ চিকিৎসার পাশাপাশি পঁচিশ শয্যার এই কেন্দ্রে থাকবে অক্সিজেন এবং থাকা খাওয়ার ব্যবস্থাও ৷ সৌমিত্র চট্টোপাধ্যায়ের নামানুসারে এই কেন্দ্রের নাম রাখা হয়েছে ‘সৌমিত্র’৷ আর্টিস্ট ফোরামের সদস্য, তাঁদের পরিবার, কুশীলবরা এবং স্থানীয় ওয়ার্ডের বাসিন্দারা এই কেন্দ্রে পরিষেবা পাবেন ৷
বাংলা খবর/ খবর/Local News/
Sudipta Chakraborty: বিপন্ন থ্যালাসেমিয়া রোগীর পাশে দাঁড়াতে রক্তদান জাতীয় পুরস্কারজয়ী অভিনেত্রীর
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement