Bengal News| Nadia: নবদ্বীপে সম্বর্ধনা দেওয়া হল নতুন জেলা সভাপতিকে

Last Updated:

Bengal News| Nadia: কর্মসূত্রে জয়ন্তবাবু নবদ্বীপ বঙ্গবাণী জিএসএফপি স্কুলে সহ শিক্ষক হিসাবে নিযুক্ত রয়েছেন।

#নদিয়া:২০২১ এর সাধারণ বিধানসভা নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ। এরপর আগামী দিনে সাংগঠনিক শক্তিকে আরো মজবুত করতে বদ্ধপরিকর তৃণমূল (tmc)। তাই সারা রাজ্যের পাশাপাশি নদিয়া জেলাতেও সাংগঠনিক ও দলীয় নেতৃত্তের রদবদলের সিদ্ধান্ত গ্রহণ করেছে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় নেতৃত্ব। তারই পরিপ্রেক্ষিতে নদিয়া উত্তর সাংগঠনিক জেলার জেলা সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন শিক্ষক ও যুব রাজনীতির তরুণ প্রজন্মের নতুন মুখ পেশায় প্রাথমিক শিক্ষক জয়ন্ত সাহা (jayanta saha) ।
কৃষ্ণনগরে (krishnanagar)  জয়ন্ত সাহা প্রথম থেকেই তৃণমূল যুব কংগ্রেসের জেলা নেতৃত্ব হিসাবে ছিলেন। পরবর্তীকালে তৃণমূল প্রাথমিক শিক্ষক সংগঠনের জেলা সভাপতির দায়িত্বভার সাংগঠনিক দক্ষতার সাথে সামলেছিলেন। এরপর নির্বাচন পরবর্তী সময় ফের রাজ্যের ক্ষমতায় ফিরে আসে তৃণমূল। এরপর আগামী দিনে জেলা সংগঠনকে আরো মজবুত করে তুলতে তৃণমূলের নদিয়া উত্তর সাংগঠনিক জেলার সভাপতি হিসেবে দল মনোনীত করে তাকে।
advertisement
কর্মসূত্রে জয়ন্তবাবু নবদ্বীপ বঙ্গবাণী জিএসএফপি স্কুলে সহ শিক্ষক(teacher)  হিসাবে নিযুক্ত রয়েছেন। তারই সুবাদে বৃহস্পতিবার দুপুরে নবদ্বীপ (nabadwip) বড়ালঘাটের সংলগ্ন স্পোর্টিং ক্লাব ভবনে আনুষ্ঠানিকভাবে তাঁকে সংবর্ধনা জ্ঞাপন করা হয় নবদ্বীপ উত্তর চক্রে কর্মরত তৃণমূল প্রাথমিক শিক্ষক সংগঠনের সদস্য শিক্ষক-শিক্ষিকাদের পক্ষ থেকে।
advertisement
এইদিনের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবদ্বীপ বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী পুন্ডরীকাক্ষ সাহা সহ নবদ্বীপ পৌরসভা প্রশাসক বিমান কৃষ্ণ সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন নবদ্বীপ উত্তর চক্র তৃণমূল প্রাথমিক শিক্ষক সংগঠনের শিক্ষক নেতৃত্ব সহ অন্যান্য সদস্য-সদস্যাবৃন্দ ও শিক্ষক-শিক্ষিকাগণ। শিক্ষক রাজনীতির মধ্যে দিয়ে আগামী দিনে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত আরো শক্ত করতে এই দিনের সংবর্ধনা অনুষ্ঠান মঞ্চ থেকে শিক্ষক-শিক্ষিকাদের উদ্দেশ্যে বার্তা দেন জয়ন্ত সাহা। এছাড়াও যেকোনো পরিস্থিতিতে সব সময় তিনি শিক্ষক-শিক্ষিকাদের পাশে থাকবেন বলেও আশ্বাস দেন জয়ন্ত বাবু।
advertisement
 Mainak Debnath
view comments
বাংলা খবর/ খবর/Local News/
Bengal News| Nadia: নবদ্বীপে সম্বর্ধনা দেওয়া হল নতুন জেলা সভাপতিকে
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement