Martyr Shyamal Das: 'চিন্তা করো না, ঘরে গিয়ে ফোন করছি।' শেষবার স্ত্রীকে ফোনে বলেছিলেন শ্যামল দাস

Last Updated:

Martyr Shyamal Das: আমার স্বামীকে যারা হত্যা করেছেন তাদের শাস্তি চাই, জানালেন নিহত শহীদের স্ত্রী সুপর্ণা দাস!

কান্নায় ভেঙে পড়েছেন নিহতের স্ত্রী সুপর্ণা দাস 
কান্নায় ভেঙে পড়েছেন নিহতের স্ত্রী সুপর্ণা দাস 
#খড়গ্রাম: শ্যামল দাসের (Martyr Shyamal Das)সঙ্গে সুপর্ণা দাসের বিয়ে হয়েছিল ২০১১ সালে, দুইজনে একসাথে জীবনের পথ চলবে বলে অঙ্গীকার করেছিলেন। তাই নিয়ে শুরু হয়েছিল পথ চলা। পঞ্চমীর দিনে বাড়ি এসে জানিয়েছিল আবার ফিরবেন নবান্ন উৎসবে।
শুক্রবার শেষ ফোনে কথা হয় স্ত্রী সুপর্ণার(Martyr Shyamal Das) সাথে। তখন  শ্যামল বলেছিলেন, " চিন্তা কোরো না আমি ঘরে গিয়ে ফোন করব।" ব্যাস সেই শেষ কথা আর কোনো কথা হল না, ভবিষ্যতে জীবনের চলার অঙ্গীকার যেন থমকে গেল জঙ্গি হানায় নিহত হলেন শহীদ বীর জওয়ান শ্যামল দাসের। তাই শ্যামল দাসকে যারা এই ভাবে হত্যা করেছেন তাদের শাস্তি দাবি করলেন নিহত শহীদ জওয়ানের স্ত্রী সুপর্ণা দাস ।
advertisement
মণিপুরে জঙ্গি হানা হয় শনিবার সকালে(Martyr Shyamal Das) । মণিপুরের হামলার শিকার হন অসম রাইফেলস। শনিবার সকালে মায়ানমার সীমান্তবর্তী চূড়াচাঁদপুর জেলায় জঙ্গিহানায় অসম রাইফেলসের এক কমান্ডিং অফিসার-সহ ছ’জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ওই অফিসারের স্ত্রী এবং সন্তান রয়েছেন বলে পুলিশ সূত্রের খবর। নিহতদের মধ্যে ছিলেন কমান্ডিং অফিসার বিপ্লব ত্রিপাঠির গাড়ির চালক শ্যামল দাস এবং অসম রাইফেলসের দুই কর্মী। জঙ্গিদের হানায় মৃত্যু হয় শ্যামল দাসের। ইতি মধ্যেই মণিপুরে সেনা কনভয়ে হামলার দায় স্বীকার করেছে পিএলএ এবং নাগা পিপলস ফ্রন্ট।
advertisement
advertisement
শ্যামল দাস খুব প্রিয় ছিল কমান্ডিং(Martyr Shyamal Das) অফিসার বিপ্লব ত্রিপাঠির, বাড়িতে জানাতো তার কমান্ডিং অফিসারের অনেক কথা। তার গাড়ির চালক হিসেবে কর্মরত ছিলেন শ্যামল দাস। জঙ্গি হানায় নিহত হন শ্যামল দাস। সোমবার শ্যামল দাসের নিথর কফিন বন্দী দেহ ফেরার পর কান্নায় ভেঙে পড়েন গোটা গ্রাম সহ পরিবারের সদস্যরা, ইতি মধ্যেই শেষ কৃত্য সম্পন্ন করা হয়েছে শ্যামল দাসের।
advertisement
নিহত শহীদ (Martyr Shyamal Das)জওয়ানের স্ত্রী সুপর্ণা দাস তার সন্তান কে পাশে বসিয়ে শুধু একটাই কথা বলেছেন, আমার স্বামী কে যারা হত্যা করেছেন তাদের শাস্তি চাই। তাদের কঠোর শাস্তি দিক সরকার।
শ্যামল দাসের(Martyr Shyamal Das) বাবা ধীরেন দাস ছেলের শেষকৃত্য সম্পন্ন করেছেন। আগেই পরিবারের ছোট সন্তানের দুর্ঘটনায় মৃত্যু হয়, একমাত্র পরিবারের রোজগেরে সন্তান ছিল শ্যামল, তার উপার্জন করা টাকাতে সংসার চলত, তবে তার সন্তান কে হারানো পরেও বাবা একই দাবি করেছেন, বারবার বলেছেন আমার সন্তান কে যারা শেষ করল তাদের যেন কঠোর শাস্তি হয় তবেই আমার সন্তানের আত্মার শান্তি হবে।
advertisement
কৌশিক অধিকারী
view comments
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Martyr Shyamal Das: 'চিন্তা করো না, ঘরে গিয়ে ফোন করছি।' শেষবার স্ত্রীকে ফোনে বলেছিলেন শ্যামল দাস
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement