হোম /খবর /মুর্শিদাবাদ /
ফের আগ্নেয়াস্ত্র ও বোমা উদ্ধার মুর্শিদাবাদে 

Murshidabad News- ফের আগ্নেয়াস্ত্র ও বোমা উদ্ধার মুর্শিদাবাদে

রঘুনাথগঞ্জে উদ্ধার হওয়া তাজা বোমা, খড়গ্রামে উদ্ধার আগ্নেয়াস্ত্র 

রঘুনাথগঞ্জে উদ্ধার হওয়া তাজা বোমা, খড়গ্রামে উদ্ধার আগ্নেয়াস্ত্র 

মুর্শিদাবাদে ফের বোমা ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করল জঙ্গিপুর জেলা পুলিশ ও মুর্শিদাবাদ জেলা পুলিশ। গত চব্বিশ ঘণ্টায় সামশেরগঞ্জ ও খড়গ্রামে উদ্ধার করা হয়েছে আগ্নেয়াস্ত্র

  • Share this:

    #বহরমপুরঃ মুর্শিদাবাদে ফের বোমা ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করল জঙ্গিপুর জেলা পুলিশ ও মুর্শিদাবাদ জেলা পুলিশ (Murshidabad News)। গত চব্বিশ ঘণ্টায় সামশেরগঞ্জ ও খড়গ্রামে উদ্ধার করা হয়েছে আগ্নেয়াস্ত্র। রঘুনাথগঞ্জে উদ্ধার করা হয়েছে তাজা বোমা। এদিন একটি আগ্নেয়াস্ত্র ও একটি কার্তুজ উদ্ধার করে সামশেরগঞ্জ থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে, গতকাল রাতে সামশেরগঞ্জের আকুড়া সংলগ্ন এলাকা থেকে এক জনকে গ্রেফতার করেছে পুলিশ প্রশাসন। তার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও একটি কার্তুজ উদ্ধার করেছে সামশেরগঞ্জ থানার পুলিশ। ধৃত ওই ব্যক্তির নাম মানজারুল সেখ। বয়স ৩৩ বছর। তার বাড়ি ফরাক্কা থানার এনায়েতনগর গ্রামে। ধৃতকে জঙ্গিপুর আদালতে পেশ করেছে সামশেরগঞ্জ থানার পুলিশ।

    অন্যদিকে, জঙ্গিপুর পুলিশ জেলার অন্তর্গত রঘুনাথগঞ্জ থেকে সাত সকালে তাজা বোমা উদ্ধার করেছে(Murshidabad News) । রঘুনাথগঞ্জ থানার ২ নম্বর সেকেন্দ্রা অঞ্চলে, ঘোষ পাড়া গ্রামে ১৩টি তাজা বোমা উদ্ধার করেছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ। ইতিমধ্যেই ওই এলাকায় নজরদারি জারি রেখেছে পুলিশ। বোমাগুলি নিষ্ক্রিয় করার জন্য খবর দেওয়া হয়ছে বোম স্কোয়াডকে। আশেপাশের মানুষজনকে নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কাওকে গ্রেফতার করা হয়নি বলে জানা গাছে।

     জেলার খড়গ্রাম থানার রতনপুর গ্রাম থেকে রবিবার রাতে একটি আগ্নেয়াস্ত্র ও একটি কার্তুজ সহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ প্রশাসন। মুর্শিদাবাদ জেলা পুলিশ জানিয়েছে, ধৃতের নাম লখিরুল সেখ। বাড়ি খড়গ্রাম থানার অন্তর্গত রতনপুর গ্রামে। ধৃতের বিরুদ্ধে 25 (i) a আর্মস অ্যাক্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। ধৃতকে সাত দিনের পুলিশ হেফাজতে রাখার আবেদন জানিয়ে সোমবার কান্দি মহকুমা আদালতে বিচারক ভাস্কর মজুমদার এজলাসে তোলা হলে, বিচারক সমস্ত কিছু বিবেচনা করে ধৃতকে তিন দিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। কি কারণে এই আগ্নেয়াস্ত্র মজুত করে রাখা হয়েছিল তার তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন।

    উল্লেখ্য, বগটুই কান্ডে মুখ্যমন্ত্রীর নির্দেশের পর মুর্শিদাবাদ জেলা জুড়ে উদ্ধার হচ্ছে আগ্নেয়াস্ত্র ও বোমা। মুর্শিদাবাদ জেলাতে গত চব্বিশ ঘণ্টায় বিশাল পরিমাণ তাজা বোমা ও আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা জেলা জুড়ে। সমস্ত ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন।

    Koushik Adhikary

    First published:

    Tags: Arms Recovered, Murshidabad