Jalpaiguri News: ভূতুড়ে কাণ্ডে জেরবার ময়নাগুড়ি! দুর্ঘটনাগ্রস্ত বগির মাছের ঝোল খেয়েই ধরল ভূত, দাবি স্থানীয়দের
Last Updated:
সেই দুর্ঘটনাগ্রস্ত বগির সামনে থেকে মৃত মানুষদের আত্মার আওয়াজও আসছে বলে দাবি স্থানীয়দের
#জলপাইগুড়ি: ট্রেন দুর্ঘটনার পর ভূতুড়ে কাণ্ডে জেরবার ময়নাগুড়ি! দুর্ঘটনাগ্রস্ত ট্রেনের মাছ খেয়ে, ভূত ধরেছে গ্রামের সবিতা, শিউলি সহ আরও অনেক গৃহবধূদের।
সে কি কান্ড! কেউ ছুটছে ওঝার কছে, কেউ আবার পুজোও শুরু করেছেন। ময়নাগুড়ির মৌয়ামারীতে দুর্ঘটনাগ্রস্ত ট্রেনের বগিতে পড়েছিল তাজা মাছ। আর তাতেই লোভ পড়েছিল গ্রামের কয়েকজনের। বেশ কয়েকদিন সেই মাছের ঝোল মহা-আনন্দে খেয়েছিলেন তাঁরা।
তার কয়েকদিন পরেই 'সাইড এফেক্ট' শুরু! সেই দুর্ঘটনাগ্রস্ত বগির মাছ খেয়ে নাকি রেল দুর্ঘটনায় মৃত ব্যক্তিদের আত্মা কয়েকজন গ্রামবাসীর উপর ভর করেছে বলে দাবি খোদ গ্রামবাসীদের। এমনকি সেই দুর্ঘটনাগ্রস্ত বগির সামনে থেকে মৃত মানুষদের আত্মার আওয়াজও আসছে বলে দাবি স্থানীয়দের।
advertisement
Location :
First Published :
February 01, 2022 11:58 AM IST
বাংলা খবর/ খবর/Local News/
Jalpaiguri News: ভূতুড়ে কাণ্ডে জেরবার ময়নাগুড়ি! দুর্ঘটনাগ্রস্ত বগির মাছের ঝোল খেয়েই ধরল ভূত, দাবি স্থানীয়দের