Ghost: বিছানায় লেগে যাচ্ছে আগুন ! মোবাইলে আসছে ভূতের মেসেজ ! ভূত আতঙ্কে হাওড়ার ঘোষ পরিবার

Last Updated:

Ghost: নানান ভূতুড়ে কাণ্ডের কোনও কারণ খুঁজে না পেয়ে পুলিশের দ্বারস্থ হয়েছে পরিবার !

#হাওড়া: উলুবেড়িয়ার বাজারপাড়ার ঘোষ বাড়িতে বেশ কয়েকদিন ধরে চলছে নানান অদ্ভুত ভৌতিক কর্মকান্ড । যার জেরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায় । মাঝেমাঝেই আচমকা আগুন লেগে যাচ্ছে বাড়ির কোনের একটি ঘরে । অথবা ঘরের সমস্ত ইলেকট্রনিক ডিভাইস গুলি তাদের স্বাভাবিক কার্যক্ষমতা হারিয়ে নানান অপ্রাসঙ্গিক মেসেজ ফুটিয়ে তুলছে তাদের পর্দায় । এমনটাই অভিযোগ জানাচ্ছেন ঘোষ পরিবারের সদস্যরা ।
শুধু এটুকুতেই থেমে নেই । নতুন কেনা গিটারের ডিসপ্লেতেও ফুটে উঠছে " No Internet " এর মত মেসেজ । যেখানে ইন্টারনেট ব্যবস্থার মতো কোন সুবিধাই নেই ওই গিটারে । শুধুমাত্র ঘরেতেই নয় , আগুন লাগছে বিছানা খাট ও পড়ার বই - পত্রেও । পাশাপাশি একটি ঘরে আগুন লাগলে তা নেভানোর জন্য পরিবারের সদস্যরা সেই ঘরে ঢুকলে সঙ্গে সঙ্গেই ওই বাড়িরই অন্য একটি ঘরে লেগে যাচ্ছে আগুন । ফলে বেশ কয়েকদিন ধরে কার্যত আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে ওই পরিবারের সদস্যরা ।
advertisement
পরিবারের গৃহকর্তা জানান , গত কয়েকদিন আগে তাদের পরিবারেরই চেনা পরিচিত এক মহিলা তার বাবাকে একটি ফোন উপহার দেন । আর তারপর থেকেই শুরু হয় এইসব ভয়ানক ভূতুড়ে কান্ড । আগুন লাগার মতই তিনি সবথেকে তাজ্জব হয়েছেন কম্পিউটার স্ক্রিনে ফুটে ওঠা বোমব্লাস্ট এর মেসেজ দেখে । এই ঘটনার কোন বৈজ্ঞানিক ব্যাখ্যা খুঁজে না পেয়ে ইতিমধ্যেই পুলিশের দ্বারস্থ হয়েছেন তিনি । ঘটনায় উলুবেড়িয়া থানায় একাধিক জিডি করেছেন বলে জানান তিনি । যোগাযোগ করেছেন সাইবার থানাতেও । পাশাপাশি এর প্রমাণ হিসেবে কম্পিউটার স্ক্রিনের ডিসপ্লেতে ফুটে ওঠা মেসেজের বেশ কয়েকটি চিত্র তুলে দিয়েছেন পুলিশের হাতে । ইতিমধ্যেই আগুন নেভাতে এসে ওই বাড়ি ঘুরে দেখেছেন দমকল কর্মীরা । পুলিশ আধিকারিকরাও ঘটনাটি ক্যামেরাবন্দি করে আসল কারণ দেখার জন্য বাড়িতে বসিয়েছেন CCTV ক্যামেরা ।
advertisement
advertisement
যদিও এর কারণ হিসেবে উলুবেড়িয়ার প্রাচীন ছায়া গীতি সিনেমা হলের মালিকানা নিয়ে চলতে থাকা দীর্ঘদিনের একটি পারিবারিক ঝামেলার কথা উল্লেখ করেছেন গৃহকর্তা । যার জেরে ষড়যন্ত্রের হাত থাকলেও থাকতে পারে বলে মনে করছেন পরিবারের সদস্যরা ।
Santanu Chakraborty
বাংলা খবর/ খবর/Local News/
Ghost: বিছানায় লেগে যাচ্ছে আগুন ! মোবাইলে আসছে ভূতের মেসেজ ! ভূত আতঙ্কে হাওড়ার ঘোষ পরিবার
Next Article
advertisement
Birbhum News: তিন বছরের প্রেম, বিয়ে করলেন নমিতা-সুস্মিতা! ভিড় উপচে পড়ল দুবরাজপুরের শিব মন্দিরে
তিন বছরের প্রেম, বিয়ে করলেন নমিতা-সুস্মিতা! ভিড় উপচে পড়ল দুবরাজপুরের শিব মন্দিরে
  • সামাজিক মাধ্যমে শুরু হয়েছিল পরিচয়, তারপর গড়ে ওঠে গভীর প্রেম। সেই সম্পর্কের বাঁধন এবার রূপ নিল বিবাহে। বীরভূমের দুবরাজপুরে শিব মন্দিরে সাতপাক ঘুরে নয়, সিঁথিতে সিঁদুর পরিয়ে পরস্পরের জীবনসঙ্গী হলেন দুই মহিলা৷

VIEW MORE
advertisement
advertisement