Durga Puja Travel 2021|| পুজোয় শান্ত নিরিবিলিতে সময় কাটাতে চান? একদিন ঘুরে আসুন শরৎচন্দ্রের বাসভবনে

Last Updated:

Durga Puja Travel Deulti: পুজোয় শান্ত নিরিবিলিতে সময় কাটাতে একদিনের ট্যুরে ঘুরে আসুন হাওড়ার শরৎচন্দ্রের বাসভবন দেউলটিতে।

#দেউলটি: পুজোর সময় চারিপাশে ব্যানার ও হোডিং এর ছড়াছড়ি আর দিনভর লাউড স্পিকারের আর্তনাদ থেকে শান্ত , নিরিবিলি পরিবেশে সময় কাটাতে চান ? করোনা পরিস্থিতিতে দুর্গাপুজোর ভিড় এড়িয়ে তবে চলে আসুন কলকাতা থেকে মাত্র ৬৩ কিমি দূরে হাওড়ার দেউলটি সামতাবেড়ের উপন্যাস সম্রাট শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাসগৃহটিতে ।
কথা শিল্পীর জন্ম হুগলির ব্যান্ডেলের দেবানন্দপুরে হলেও , পড়াশোনা তিনি বিহারের ভাগলপুরে মামার বাড়ি থেকেই সম্পন্ন করেন । সেখান থেকেই পরবর্তীকালে কাজের সূত্রে তিনি বার্মায় চলে যান । পরে হাওড়ায় এসে বাজে শিবপুরের অলোকা সিনেমার কাছে একটি বাড়িতে ভাড়া থাকতেন তিনি । পরে দিদি অনিলা দেবীর শ্বশুরবাড়ির ঠিক কাছে ১৯২৩ সালে দেউলটির এই জায়গাটি কিনে তিনি সামতাবেড়ের এই বাড়িটি স্থাপন করেন । কড়ি - বরগা , চুন , সুরকি সহযোগে গঠিত এই বাসভবনটিতেই কথাশিল্পীর জীবনের শেষ ১২ বছর ( ১৯২৬-১৯৩৮ ) অতিক্রান্ত হয় ।
advertisement
প্রায় ১০০ বছরের কাছাকাছি এই বাড়িটির পাশ দিয়েই বয়ে গেছে রূপনারায়ণ । সামতাবেড়ের এই বাসভবনটি থেকেই তিনি প্রকাশ করেছেন শ্রীকান্তর মত একাধিক উপন্যাস । এছাড়াও লিখে গেছেন অপ্রকাশিত বহু চিঠিপত্র ।
advertisement
শরৎচন্দ্রের ভিটেতে প্রবেশ করলেই সর্বপ্রথম আপনার চোখে পড়বে তার আবক্ষ একটি প্রতিমূর্তি । ১৯৭৮ এর বন্যায় বেশ কিছুটা ক্ষতি হলেও বাড়িটির প্রতিটি ঘরে এখনও কথাসাহিত্যিকের ব্যবহৃত নানান জিনিস অক্ষত অবস্থায় রয়েছে । লেখার ঘরটিতে রয়েছে তার বসার চেয়ার ও লেখার টেবিল । চেয়ারের উল্টো দিকেই রয়েছে একটি জানলা যেখান থেকে অনতিদূরে রূপনারায়ণের প্রবাহ দেখে লেখক তার সাহিত্য সৃষ্টি করতেন । এছাড়াও ভিটেতে তার ব্যবহৃত আসবাবপত্র , বেলজিয়াম কাচের আয়না , রাইটিং স্ট্যান্ড , লাঠি , হুকো , বই রাখার জায়গা , বহু প্রাচীন ময়ূর পোশার ঘর , টিনের ছাউনি যুক্ত চার চালা ধানের গোলা - সহ রয়েছে একটি সভাঘর । স্বাধীনতার আগে এই সভাঘরেই কংগ্রেসের নানান মিটিং অনুষ্ঠিত হতো । দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের মতো বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামীদের পদধূলিও পড়েছিল এই বাড়িটিতে । কথাশিল্পীকে চিত্তরঞ্জন দাসের দেওয়া একটি শ্বেত পাথরের কৃষ্ণমূর্তির নিত্যপুজো এখনও সম্পন্ন হয় বসতভিটেতে ।
advertisement
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় একজন বিশিষ্ট হোমিওপ্যাথি চিকিৎসক হিসেবেও সুপরিচিত ছিলেন । তার বসতভিটের মধ্যে অবস্থিত সেকালের দাতব্য চিকিৎসালয় টিতে আজও সংরক্ষিত করে রাখা রয়েছে নানান হোমিওপ্যাথি ওষুধ । উপরের চারিপাশ বারান্দা ঘেরা ঘরটির সামনে থেকে সুদৃশ্যমান গ্রাম ও রূপনারায়ণের প্রবাহ আপনার মন যে কাড়বেই কাড়বে , সে বিষয়ে কোনো সন্দেহ নেই । বাড়িটি এখনও পর্যন্ত ব্যক্তিগত মালিকানার থাকলেও পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশন আইন অনুসারে বাড়িটিকে কয়েক বছর আগে হেরিটেজ বলে ঘোষণা করা হয় । কেয়ারটেকারের তদারকিতে প্রতিদিন সকাল সাতটা থেকে বেলা সাড়ে ১২ টা ও দুপুর তিনটে থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত পর্যটকদের জন্য খোলা থাকে বাসভবনের দরজা ।
advertisement
যাবেন কিভাবে ? হাওড়া স্টেশন থেকে বাস ধরে দেউলটি তারপর সেখান থেকে অটো , টোটো বা ট্রেকার ধরে মেলাক বা সামতাবেড় অটো স্ট্যান্ড । সেখান থেকে মাত্র তিন কিলোমিটার গেলেই পৌঁছে যাবেন শরৎচন্দ্রের এই বসত বাড়িতে । তবে কথাশিল্পীর বাড়ির একদম আশেপাশে সেরমভাবে থাকা ও খাওয়ার জায়গা না থাকলেও সেখান থেকে কিছুটা দূরে মেলাকের কাছেই রয়েছে বেশ কয়েকটি খাওয়া ও রাত্রিকালীন থাকার রিসর্ট ।
advertisement
Santanu Chakraborty
বাংলা খবর/ খবর/Local News/
Durga Puja Travel 2021|| পুজোয় শান্ত নিরিবিলিতে সময় কাটাতে চান? একদিন ঘুরে আসুন শরৎচন্দ্রের বাসভবনে
Next Article
advertisement
Bihar Assembly Election Dates 2025: দু দফায় হবে বিহারের বিধানসভা নির্বাচন! কবে ফল ঘোষণা, নির্ঘণ্ট জানিয়ে দিল নির্বাচন কমিশন
দু দফায় হবে বিহারের বিধানসভা নির্বাচন! কবে ফল ঘোষণা, নির্ঘণ্ট জানিয়ে দিল নির্বাচন কমিশন
  • বিহারে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা কমিশনের৷

  • নভেম্বর মাসে দু দফায় হবে ভোটগ্রহণ৷

  • ১৪ নভেম্বর বিহার বিধানসভা ভোটের ফল ঘোষণা৷

VIEW MORE
advertisement
advertisement