Durga Puja Travel 2021|| ব্যস্ততম গোলাপবাগে শান্ত চিড়িয়াখানা, পুজোয় ঘুরে আসুন বর্ধমান জ্যুলজিক্যাল পার্কে
- Published by:Shubhagata Dey
Last Updated:
Bardhaman News: কলকাতা চিড়িয়াখানার বাইরে নতুন চিড়িয়াখানার স্বাদ নিতে চাই, তাহলে পুজোর একটা দিন ঘুরে আসুন বর্ধমানের চিড়িয়াখানায়।
#পূর্ব বর্ধমান: কলকাতা চিড়িয়াখানার (Alipur Zoo) বাইরে নতুন চিড়িয়াখানার স্বাদ নিতে চাই, তাহলে পুজোর (Durga Puja 2021) একটা দিন ঘুরে আসুন বর্ধমানের চিড়িয়াখানায় (Bardhaman Zoological Park)। বর্ধমান শহরের প্রাণকেন্দ্র গোলাপবাগেই রয়েছে একটি জুওলজিক্যাল গার্ডেন। আলিপুরের মতো ততটা বড় না হলেও নতুন ধরনের স্বাদ দিতে পারবে আপনাকে। অল্প পরিসরের মধ্যে তৈরি হয়েছে এই জুওলজিক্যাল পার্ক। হাতে গোনা কয়েকটা প্রাণী রয়েছে এখানে। এখানে আসলেই আপনি দেখতে পাবেন হরিণ, বাঘ, কুমির, কয়েকটি জাতের পাখি রয়েছে এখানে। পশুপাখি কম দেখতে পেল মন খারাপ করবেন না। নির্জন পরিবেশ আশেপাশে থেকে ভেসে আসা পাখিদের ডাক আপনাকে এক অন্যরকম আনন্দ দেবে তা নিশ্চিত।
কিভাবে যাবেন?
advertisement
হাওড়া থেকে বর্ধমান লোকাল ধরে নেমে পড়ুন বর্ধমান (Bardhaman) স্টেশনে। ট্রেনে আসতে আসতে আপনি প্রাকৃতিক দৃশ্য দেখতে পারেন। আবার এক ঘুম দিয়ে দিতে পারেন। কারণ আপনি নামবেন শেষ স্টেশনে। শুধু হাওড়া নয় শিয়ালদা থেকেও ট্রেন ধরতে পারেন। উল্টোডাঙা স্টেশন অথবা কলকাতা স্টেশনেও আপনি পেয়ে যাবেন বর্ধমান লোকাল। ষ্টেশন থেকে বেড়িয়েই সামনে দেখবেন সারি সারি টোটো। যেকোনো একটি টোটো ধরে চলে আসুন গোলাপবাগে। নামলে দেখতে পাবেন প্রবেশদ্বার।সেখান থেকে একটু এগিয়ে গেলেই আপনার বাঁদিকে দেখতে পাবেন বর্ধমান বনবিভাগের অফিস আপনি চলে যাবেন সোজা ভিতরে একটু এগিয়েই আপনি দেখতে পাবেন বোর্ডে বড়ো বড়ো করে লেখা বর্ধমান জুওলজিক্যাল পার্ক। ডান দিকে চলে যান আপনি টিকিট কেটে চলে যান পার্কের ভিতরে। আর উপভোগ করুন প্রাকৃতিক দৃশ্য।
advertisement
কাছাকাছি রয়েছে আরও কিছু দর্শনীয় স্থান। জুলজিক্যাল (Bardhaman Zoological Park) থেকে আপনি টোটোতে করে যেতে পারেন বর্ধমান রাজবাড়ি। আর আপনি যদি পুজোতে আসেন তাহলে আপনার রথ দেখা কলা বেচা এক সঙ্গে হবে এটা নিশ্চিত। পুজোতে এলে আপনি চাক্ষুষ করতে পারবেন রাজবাড়ির দুর্গাপুজো। শুধু রাজবাড়ি নয় আপনি যেতে চাইলে একবার ঘুরে আসতে পারেন বর্ধমানের অধিষ্ঠাত্রী সর্বমঙ্গলা মন্দির। এছাড়াও গোলাপবাগ থেকে যাওয়া যাবে বর্ধমান ১০৮ শিব মন্দির। যদি আপনি থাকতে চান তাহলে যে কোনও একটি হোটেলেই আপনি থাকার ব্যবস্থা করে নিতে পারেন। অবশ্যই বুকিংটা আগেই সেরে ফেলবেন। সঙ্গে রাখবেন ভ্যাক্সিনেশনের প্রমাণপত্র।
advertisement
Malobika Biswas
Location :
First Published :
September 30, 2021 10:23 PM IST
বাংলা খবর/ খবর/Local News/
Durga Puja Travel 2021|| ব্যস্ততম গোলাপবাগে শান্ত চিড়িয়াখানা, পুজোয় ঘুরে আসুন বর্ধমান জ্যুলজিক্যাল পার্কে