অতিমারীর জেরে ক্ষতির মুখে নবদ্বীপের কাঁসা পেতল কারিগরেরা

Last Updated:

অতিমারীর জেরে ক্ষতির মুখে নবদ্বীপের কাঁসা পেতল কারিগরেরা

করোনা অতিমারীর ফলে দীর্ঘ লকডাউনের জেরে  ক্ষতির মুখে নবদ্বীপের ঐতিহ্যবাহী প্রাচীন কাঁসা-পেতল শিল্প। শ্রী চৈতন্যদেবের জন্মভূমি হওয়ার সুবাদে শহরের আনাচে-কানাচে ছড়িয়ে রয়েছে ছোট-বড় শতাধিক মঠ মন্দির ও ধর্মীয় স্থান। যার ফলে প্রাচীন মন্দির নগরীতে সারা বছরই ভিড় জমায় অসংখ্য পর্যটক। ঐতিহ্যবাহী কাঁসা-পেতল শিল্পের পীঠস্থান হওয়ার কারণে,খুবই জনপ্রিয় নবদ্বীপের কাঁসা-পেতলের তৈরি বাসনপত্র থেকে শুরু করে পূজার্চনার কাজে ব্যবহৃত বিভিন্ন ধরনের প্রয়োজনীয় সামগ্রী। ফলে খোলা বাজারে চাহিদা থাকার কারণে এই শহরে বসবাসকারী বহু পরিবার কাঁসা পেতল শিল্পের উপর নির্ভরশীল।
কিন্তু মারণব্যাধি করোনা অতিমারীর প্রভাবে দীর্ঘদিন ধরে চলতে থাকা লকডাউনের ফলে বর্তমানে প্রায় বন্ধ হতে বসেছে নবদ্বীপের ঐতিহ্যবাহী প্রাচীন এই শিল্প। পাশাপাশি লকডাউনের ফলে গণপরিবহন ব্যবস্থা বন্ধ থাকায় স্বাভাবিকভাবেই বহিরাগত দর্শনার্থীরা আসতে পারছেন না মন্দির নগরীতে। ফলে কাজ না থাকায় কর্মহীন হয়ে পড়েছেন বহু মানুষ। কাঁসা পেতলের তৈরি জিনিসপত্রের চাহিদা কমতে শুরু করেছে খোলাবাজারে। যার কারণে প্রয়োজনের তুলনায় কম কাজ পাচ্ছেন এই শিল্পের সাথে জড়িত হস্ত শিল্পীরা। বর্তমানে ব্যবসার পরিস্থিতি খারাপ থাকায় ইতিমধ্যেই বহু মানুষ এই শিল্প থেকে সরে পেশা বদলাতেও বাধ্য হয়েছেন। সেই অর্থে এখনো পর্যন্ত প্রাচীন এই শিল্পের ঐতিহ্যকে ধরে রাখতে সরকারের পক্ষ থেকে কোন সাহায্য বা আশ্বাসবাণী না পেলেও ভবিষ্যতে এই শিল্পকে টিকিয়ে রাখতে যদি সরকার থেকে কোনরকম সাহায্যের হাত বাড়িয়ে না দেয় তাহলে একটা সময় এই শিল্প সম্পূর্ণভাবে ধ্বংসের দিকে এগিয়ে যাবে বলেই দাবি করেছেন স্থানীয় কাঁসা-পেতল শিল্পীরা।করোনা অতিমারি কাটিয়ে কবে পরিস্থিতি স্বাভাবিক হবে সেই দিনের জন্য অপেক্ষা করা ছাড়া এই মুহূর্তে তাদের আর কিছুই করার নেই বলে হতাশার সুরে জানিয়েছেন নবদ্বীপের কাঁসা পেতল শিল্পীরা।
বাংলা খবর/ খবর/Local News/
অতিমারীর জেরে ক্ষতির মুখে নবদ্বীপের কাঁসা পেতল কারিগরেরা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement