ওভারলোড বালির ডাম্পার ও বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম ২ বাইক আরোহী
- Published by:Ananya Chakraborty
Last Updated:
ওভারলোড বালির ডাম্পার ও বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম দুই বাইক আরোহী
#নদিয়া: ওভারলোড বালির ডাম্পার ও বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম দুই বাইক আরোহী। ঘটনাটি শান্তিপুর ফুলিয়ার ফুলিয়া পাড়া ৩৪ নম্বর জাতীয় সড়কে। বৃহস্পতিবার বেলা ২:৩০ নাগাদ শান্তিপুর ফুলিয়া ৩৪ নম্বর জাতীয় সড়ক দিয়ে একটি বালি বোঝাই ওভারলোড ডাম্পার গাড়ি কলকাতার দিকে যাচ্ছিল। উল্টো দিক থেকে আসছিল একটি মোটর বাইকে দুই যুবক, এর পরেই ওই বালিবোঝাই ওভারলোড ডাম্পার গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয় এবং ডাম্পার গাড়ির সামনের চাকা ওই দুই বাইক আরোহীর পায়ের উপর দিয়ে চলে যায়।
ঘটনাস্থলে ওই দুই বাইক আরোহী কে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে এলাকার স্থানীয়রা। ঘটনাস্থলে পৌঁছায় শান্তিপুর থানার পুলিশ এবং পুলিশ এসে ওই দুই আহত বাইক আরোহী কে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য। সেখানে তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কল্যাণী জেএনইউ হাসপাতালে স্থানান্তর করা হয়। ঘটনাস্থল থেকে শান্তিপুর থানার পুলিশ ঘাতক ডাম্পার গাড়িটিকে আটক করে, পুলিশ সূত্রে জানা যায় ঘাতক ডাম্পার গাড়ির চালক পলাতক। শান্তিপুর হাসপাতাল সূত্রে জানা যায় ওই দুই বাইক আরোহী মদ্যপ অবস্থায় বাইক চালাচ্ছিলেন সে কারণেই নিয়ন্ত্রণ হারিয়ে এ ধরনের মর্মান্তিক ঘটনা ঘটে। স্থানীয় সূত্রের খবর অনুযায়ী এই রাস্তায় প্রায়শই দুর্ঘটনা ঘটতে দেখা যায়। দ্রুত গতিতে বাইক ও গাড়ি চালানো থেকে শুরু করে মদ্যপ অবস্থায় চালানো হয়ে থাকে। স্থানীয় মানুষদের দাবি অবিলম্বে কঠোর ট্রাফিক আইন আনতে হবে যাতে দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।
Location :
First Published :
June 05, 2021 6:46 PM IST