Saree: মাত্র ২২ টাকা থেকে শুরু, ১৫০ টাকাতেও মিলবে শাড়ি, ছুটে আসছেন দূর-দূরান্তের মানুষ, কোথায় জানেন?

Last Updated:

Saree: মাত্র ১৫ হাজার টাকা থেকে শুরু করে এখন পুজোয় করছেন রমরমা বিজনেস। মাত্র ১৫০ টাকায় তার কাছে পাওয়া যায় শাড়ি। 

+
শাড়ির

শাড়ির ব্যবসা 

ছাতনা, বাঁকুড়া, নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়: ২২ টাকা থেকে শুরু, ১৫০ টাকায় শাড়ি বাঁকুড়ায়! আপনি প্রত্যন্ত গ্রামে বসবাস করেন! আর আপনি যদি মহিলা হন ভাবছেন কীভাবে শুরু করবেন আপনার স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা?
সেই কাজ করে দেখিয়েছেন বাঁকুড়ার প্রত্যন্ত গ্রামের মহিলা। মাত্র ১৫ হাজার টাকা থেকে শুরু করে এখন পুজোয় করছেন রমরমা বিজনেস। মাত্র ১৫০ টাকায় তার কাছে পাওয়া যায় শাড়ি। বাঁকুড়া শহরের অদূরে অবস্থিত ছাতনায় ব্যবসা করছেন বাঁকুড়ার ছাতনার এই গৃহবধূ।
আরও পড়ুন-ভয়ঙ্কর দুঃসময় শেষ…! মঙ্গলের দুরন্ত চালে লাগবে ‘লটারি’, ৬ রাশির কাঁড়ি কাঁড়ি টাকা, খুলবে পোড়া কপাল
বুটিকের ব্যবসা করেন তিনি। এখানে সমস্ত রকমের শাড়ি ছাড়াও মহিলাদের সমস্ত কিছু পোশাক এবং পুরুষ ও বাচ্চাদের রেডিমেড পোশাক অতি সুলভ মূল্যে পাওয়া যায়। এছাড়াও যদি কেউ স্বনির্ভর হতে চাইছেন। কলকাতা যেতে পারছেন না। অল্প পুঁজি নিয়ে ব্যবসা শুরু করতে চান ? তারা চাইলেই যোগাযোগ করতে পারেন ছাতনার বাসিন্দা পূজা গাঙ্গুলীর সঙ্গে।
advertisement
advertisement
আরও পড়ুন-‘দেহব্যবসা করে অকালে জীবনটাই শেষ…! স্বামীর নরকযন্ত্রণায় ৩৪-এ মৃত্যু বিখ্যাত বলি নায়িকার, শ্মশানে নিয়ে যাওয়ার ছিল না কেউ, চিনতে পারলেন?
১৫ হাজার টাকা পুঁজি নিয়ে স্বনির্ভর হওয়ার এই যাত্রা শুরু করেছিলেন তিনি। রয়েছে ১৩০ টাকার শাড়ি এছাড়াও অন্যান্য বুটিকের জিনিস। যেভাবে বাড়ছে দ্রব্যমূল্য সেদিকে তাকিয়ে একজন স্বামীর পাশাপাশি স্ত্রী কেউ হতে হবে স্বনির্ভর, এমনটাই মনে করেন পূজা গাঙ্গুলী। সেই কারণে খুলে ফেলেছেন নিজের একটি ব্যবসা, যেটি স্থানীয় গ্রামীণ মহিলাদের করছে উদ্বুদ্ধ। হাতে স্বল্প পুঁজি থাকলে, খুব কম দামে জিনিস কিনে ব্যবসা শুরু করতেই পারেন পূজা গাঙ্গুলীর থেকে, বলছেন তিনি নিজেই।
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Saree: মাত্র ২২ টাকা থেকে শুরু, ১৫০ টাকাতেও মিলবে শাড়ি, ছুটে আসছেন দূর-দূরান্তের মানুষ, কোথায় জানেন?
Next Article
advertisement
Success Story: বাবা-মা সরকারি অফিসার, মেয়ে UPSC পরীক্ষায় শীর্ষস্থান দখল করেছেন, এবার ২ কোটি টাকার পুরস্কারও পেয়েছেন
বাবা-মা সরকারি অফিসার, মেয়ে UPSC পরীক্ষায় শীর্ষস্থানে, এবার ২ কোটি টাকার পুরস্কারও পেলেন
  • বাবা-মা সরকারি অফিসার

  • মেয়ে UPSC পরীক্ষায় শীর্ষস্থান দখল করেছেন

  • এবার ২ কোটি টাকার পুরস্কারও পেয়েছেন

VIEW MORE
advertisement
advertisement