মগ-বালতি-গামলা দিয়ে লুডোখেলায় মত্ত তিন বান্ধবী, দুরন্ত ভিডিও সুনামির মত আছড়ে পড়েছে

Last Updated:

লুডো অত্যন্ত জনপ্রিয় ও ঘরোয়া খেলা

উল্টোরাজার দেশে অনেক কিছুই হতে পারে ৷ একই সঙ্গে হয়েও থাকে তবে কিছুটা কল্পনা ও কিছুটা বাস্তবের মিশেল জীবনকে সুন্দর করে তোলে ৷ জীবনের নানান সমস্যার মাঝেও জীবন হয়ে ওঠে সুন্দর ও সুশীল ৷ জীবনের নানান রঙে দশদিক রঙিন হয়ে ওঠে ৷ যেখানে ভাললাগা বাসা বাঁধে সেখানে সব কিছুই যেন সুন্দর লাগে ৷
মজা জীবনের সব থেকে বড় উপাদান যা জীবনকে সুন্দর করে তোলে ৷ ভালভাবে বাঁচতে শেখায়, খারাপ সময়কে পিছনে ফেলে নতুন করে জীবন শুরুর নতুন প্রক্রিয়াই জীবনকে অনেকটা আনন্দে ভরিয়ে তোলে ফেসবুকে এমনই এক ভললাগার বিষয়বস্তু তৈরি হয়েছে ৷
advertisement
ঘরে ঘরে লুডো খেলার অভ্যাস বছরের পর বছর ধরে চলে আসছে ৷ আগে কাগজের বোর্ডের উপরে ঘুঁটি দিয়ে খেলতে হত এখন সেটি ডিজিটাল হয়েছে ৷ তবে আনন্দে কমেনি বরং বেড়েছে বেশ কয়েকগুণ ৷ এমনই এক মজার ভিডিওতে দেখতে পাওয়া গিয়েছে তিন বান্ধবী মিলে লুডো খেলতে বসেছেন ৷ মগ, বালতি, গামলা দিয়ে দান দিচ্ছেন ৷ বেশ মজার পরিবেশ সৃষ্টি করেছে ৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
মগ-বালতি-গামলা দিয়ে লুডোখেলায় মত্ত তিন বান্ধবী, দুরন্ত ভিডিও সুনামির মত আছড়ে পড়েছে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement