corona virus btn
corona virus btn
Loading

শহরের উষ্ণতা মাপতে হাজির শুভা মিত্রের উইন্টার কালেকশন

শহরের উষ্ণতা মাপতে হাজির শুভা মিত্রের উইন্টার কালেকশন

সেরকমই এক ব্যবস্থা করেছেন জনপ্রিয় ডিজাইনার শুভা মিত্র

  • Share this:

#কলকাতা: শহরে এখন শীত শীত ভাব ৷ হেমন্তের ঝরে যাওয়া পাতা উড়িয়ে তিলোত্তমায় এখন অন্য হাওয়া ৷ যে হাওয়ায় মন কখনও ফুরফুরে, তো কখনও প্রেমে, আদুরে মাখামাখি ৷ আর সেই প্রেম,আদর, হেমন্তের শীতল হাওয়া এসে ধরা দেয় আপনার পোশাকে, তাহলে কেমন হয় বলুন তো?

Fashion 2

সেরকমই এক ব্যবস্থা করেছেন জনপ্রিয় ডিজাইনার শুভা মিত্র ৷ তাঁর বুটিক শুভা ডিজাইন স্টুডিও এবার সেজে উঠেছে বোহো উইন্টার কালেকশনে ৷ ব্লক এবং ডিজিটাল প্রিন্ট মিলে মিশে শুভার ডিজাইন করা পোশাক একেবারেই নজর কাড়া ৷ দাম? মাত্র ১৫০০ শুরু ৷

First published: November 24, 2019, 4:56 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर