Chocolate Day 2021: জানেন কি, বিশ্বের কোন দেশে ভালোবাসার সঙ্গে কী ভাবে জড়িয়ে গেল চকোলেট খাওয়ার রীতি?

Last Updated:

স্প্যানিশরা ধরেই নেন যে এই পানীয় কামোদ্দীপক, তাই তাঁরা নিজের দেশেও ফিরে এসে প্রচলন ঘটান। সেই সূত্রে প্রথম নরনারীর সম্পর্কে যুক্ত হল চকোলেট।

#কলকাতা: ভ্যালেন্টাইনস উইকের তৃতীয় দিনে আজ আমরা এসে পৌঁছেছি চকোলেট ডে-তে। সন্দেহ নেই, ভালোবাসার সঙ্গে কোথাও একটা গিয়ে যেন এক হয়ে গিয়েছে চকোলেটের সুস্বাদ। কিন্তু তা হল কী ভাবে? সেই রহস্যের নানা মোড়ে ঘুরে বেড়ানো যা এই বিশেষ দিনে!
বলা হয়, চকোলেট না কি আবিষ্কার করেছিলেন ইনকারা। ১৫১৯ সালে স্প্যানিশরা যখন আজটেক সভ্যতা আক্রমণ করেন, তখন তাঁরা দেখেছিলেন যে মায়া রাজা মন্তেজুমা একটা কালচে রঙের সুগন্ধি পানীয়তে চুমুক দিচ্ছেন। অনুচররা জানিয়েছিলেন, রাজা না কি দিনে বার তিরিশ ওই পানীয় খেয়ে থাকেন যাকে চকোলেট বলে। আরও জানা গিয়েছিল যে রাজার অন্তঃপুর ৫০জন যুবতীতে পরিপূর্ণ। স্প্যানিশরা ধরেই নেন যে এই পানীয় কামোদ্দীপক, তাই তাঁরা নিজের দেশেও ফিরে এসে প্রচলন ঘটান। সেই সূত্রে প্রথম নরনারীর সম্পর্কে যুক্ত হল চকোলেট।
advertisement
ভিক্টোরিয়ান যুগে রিচার্ড ক্যাডবেরি নামে এক চকোলেট-বিক্রেতা হার্ট-শেপড বাক্সে চকোলেট ভরে বিক্রি করতেন ভ্যালেন্টাইন উইকে। সেখান থেকে মনের মানুষকে চকোলেট উপহার দেওয়ার রীতি দেখতে দেখতে জনপ্রিয় হয়ে ওঠে। তবে শুধুই হার্ট-শেপড বক্সে নয়, ক্যাডবেরির কোম্পানি এখন নানা রকম চকোলেট তৈরি করে থাকে, যা চকোলেট ডে-র পাশাপাশি সারা বছর ধরেই তুমুল বিক্রি হয়।
advertisement
advertisement
১৯৫০ সাল থেকে জাপানেও ভ্যালেন্টাইনস ডে-তে চকোলেট উপহার দেওয়ার প্রথা শুরু হয় মোরোজফ নামের এক চকোলেট প্রস্তুতকারী সংস্থার হাত ধরে। তবে ওই দেশে কেবল প্রেমিকারাই চকোলেট উপহার দেন পুরুষদের। চকোলেট তাঁদের লাবণ্যের দিকটি এক্ষেত্রে প্রতীকায়িত করে। তা বলে পুরুষরা অকৃতজ্ঞ নন একেবারে, তাঁরা ১৪ মার্চ চকোলেট উপহার দেন নারীদের। এই দিনটিকে বলা হয় হোয়াইট ডে।
advertisement
কোরিয়াতেও রয়েছে ভ্যালেন্টাইনস ডে-তে চকোলেট উপহার দেওয়ার রীতি। জাপানের মতো এই দেশেও দিনটিকে হোয়াইট ডে নামে পরিচিত। তবে এখানে আরও একটি মজাদার রীতি রয়েছে। যাঁরা এই দিনে চকোলেট পান না, তাঁরা কাছাকাছি কোনও রেস্তোরাঁয় গিয়ে ব্ল্যাক নুডলস অর্ডার দিয়ে নিজের সিঙ্গল স্টেটাস জাহির করেন।
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Chocolate Day 2021: জানেন কি, বিশ্বের কোন দেশে ভালোবাসার সঙ্গে কী ভাবে জড়িয়ে গেল চকোলেট খাওয়ার রীতি?
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement