• Home
 • »
 • News
 • »
 • life-style
 • »
 • VIRAL VIDEO BRIDE AND GROOM DO PUSH UPS TOGETHER AT WEDDING GOALS SAY NETIZENS WATCH SANJ

Viral Video | Bride and groom : দুই ফিটনেস কোচের 'শুভ পরিণয়'! বিয়ের মণ্ডপে যা করলেন... মুহূর্তে ঝড়ের গতিতে ভাইরাল!

অভিনব 'Wedding Goal'

Viral Video | Bride and groom : সাম্প্রতিককালের একটি বিয়ের ভিডিয়ো তুমুল জনপ্রিয় হয়েছে নেটমাধ্যমে। কী আছে সেই ভিডিয়োতে?

 • Share this:

  #কলকাতা : যে কোনও বিয়ে বাড়িতে অনেক ধরনের মজার ঘটনা দেখতে পাওয়া যায়। কোনও ঘটনা সেই মুহূর্তে অস্বস্তিকর মনে হলেও পরে দেখলে হাসির ফোয়ারা চলে দৃশ্য ঘিরে। এর আগেও বিয়ে বাড়িতে বিয়ের নানা ধরনের মজাদার ভিডিয়ো ভাইরাল (Viral Video - Bride and groom) হয়েছে। এবারও সেরকমই একটি ভিডিয়ো ভাইরাল (Viral Video) হয়েছে।

  সাম্প্রতিককালের একটি বিয়ের ভিডিয়ো তুমুল জনপ্রিয় হয়েছে নেটমাধ্যমে। কী আছে সেই ভিডিয়োতে? জানা যাচ্ছে পাত্র-পাত্রী দু’জনেই ফিটনেস কোচ। তাঁদের প্রেম অনেকদিনের। বিয়ে হয় সম্প্রতি। বিয়ের বহু ভিডিয়ো (Viral Video) সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছেন তাঁরা। একটিতে দেখা যাচ্ছে, কনে ও বর বেশে বিয়ের স্টেজে পুশআপ করছেন এই ‘ফিটনেস ফ্রিক’ জুটি। এই ভিডিয়ো দেখে নেটিজেনরা হতবাক। বিয়ের ভারী পোশাক পরেও দেহ কসরতে কমতি রাখেননি এই সদ্য বিবাহিত দম্পতি।

  পাত্রীর নাম অক্ষিতা আরোরা মহাজন। নিজের ইনস্টাগ্রামে সেই ভিডিয়ো পোস্ট করেছেন অক্ষিতা। স্বামী আদিত্য মহাজনের সঙ্গে পুশআপ করতে দেখা যায় অক্ষিতাকে। ক্যাপশনে লিখেছেন, “যাঁরা একসঙ্গে লিফ্ট করত, শেষে বিয়ে করে নিল।” ভিডিয়ো দেখে শুনে নেটিজেনরা বলছেন, বিয়ের পোশাকে তাঁদের দু’জনকেই সুন্দর দেখতে লাগছে। সেই সঙ্গে পুশআপের মতো কঠিন ব্যায়ামও তাঁরা সহজে করছেন! অবাক হওয়ার পাশাপাশি প্রশংসা করেছেন নেটিজেনরা।

  অক্ষিতা ও আদিত্যর ভিডিয়োটি বহু মানুষ দেখেছেন। বহু মানুষ কমেন্টও করেছেন তাতে। কেউ কেউ লিখেছেন ‘গোল’ করেছে নব-দম্পতি। কেউ লিখেছেন, ‘লেটস গো’। অধিকাংশ মানুষই মজার ও আগুনের ইমোজি পোস্ট করেছেন। এই ভিডিয়োর ব্যাকগ্রাউন্ডেও চলছিল একটি মজার গান। সাম্প্রতিককালে হিট করেছে বাদশার নতুন মিউজিক ভিডিয়ো ‘বাচপান কা পেয়ার’। সেই গানই বাজছিল ব্যাকগ্রাউন্ডে।

  Published by:Sanjukta Sarkar
  First published: