একটি স্টিলের চামচ আর গ্লাস থাকলেই ঘরে ঢুকতে পারবে না চোর-ডাকাত! কীভাবে? জেনে নিন

Last Updated:

Trick to prevent thieves or robbers from entering your house using a steel spoon: শহর হোক আর জেলা, বিভিন্নি জায়গায় প্রায়শই শোনা যায় চুরি-ডাকাতির ঘটনা। অনেক ক্ষেত্রে বাড়িতে লোক থাকাকালীনও রাতে চোর-ডাকাত ঘরে ঢুকে সব লুঠ করে যায়।

News18
News18
শহর হোক আর জেলা, বিভিন্নি জায়গায় প্রায়শই শোনা যায় চুরি-ডাকাতির ঘটনা। অনেক ক্ষেত্রে বাড়িতে লোক থাকাকালীনও রাতে চোর-ডাকাত ঘরে ঢুকে সব লুঠ করে যায়। অনেক সময় আবার দেখা যায় চোরেরা বাড়ির লোকেদের বেহুশ করে দিয়ে নিজেদের কাজ করে চম্পট দিয়ে থাকে। যার ফলে সর্বশান্ত হন সাধারণ মানুষ।
সঠিক তালা, ছিটকানি, নিরাপত্তারক্ষী থাকা ছাড়াও আরও একটি ট্রিক সম্প্রতি সামনে এসেছে। যেখানে ঘরোয়া জিনিস দিয়েই চোর আটকানো রোখা যেতে পারে। আলাদা কোনও খরচও করতে হবে না। চোর ঘরে ঢোকার সময়তেই টের পেয়ে যাবেন আপনি। এমনকি এমনটা করলে চোর ঘরে ঢোকার আগেই পালিয়ে যেতে পারে।
advertisement
advertisement
সামান্য একটা স্টিলের গ্লাস ও স্টিলের চামচ দিয়েই আপনি আটকাতে পারেন ঘরে চোর বা ডাকাতের প্রবেশ। এবার ভাবছোন কীভাবে এমনটা সম্ভব হবে? একটি স্টিলের চামচ নিতে হবে প্রথমে। দরজা বন্ধ করার পর ফ্রেম আর দরজার মাঝে যে ফাঁকা অংশ থাকে সেখানে চামচের ধরার দিকটি ঢুকিয়ে দিতে হবে। যাতে তা আপনাআপনি পড়ে না যায়।
advertisement
এবার একটি স্টিলের গ্লাস নিয়ে চামচের সামনের অংশে গ্লাসের মুখটি ঢুকিয়ে দিতে হবে। যাতে গ্লাসটি ঝুলে থাকে। এমন অবস্থায় কেউ যদি বাইরে থেকে দরজা খোলার চেষ্টা করে, তখন দরজা ঠেললেই গ্লাস আর চামচ দুটোই মাটিতে পড়ে জোরে শব্দ হবে। তাতে গৃহকর্তাদের ঘুম ভেঙে যাবে আর শব্দে চোর বা ডাকাতও পালিয়ে যতে পারে।
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
একটি স্টিলের চামচ আর গ্লাস থাকলেই ঘরে ঢুকতে পারবে না চোর-ডাকাত! কীভাবে? জেনে নিন
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement