Tips to prevent Pimple Marks: পুজোর সাজগোজের পরে ত্বকে ব্রণর দাগ? দূর করুন এই ঘরোয়া উপায়ে
- Published by:Arpita Roy Chowdhury
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
Tips to prevent Pimple Marks: ঘরোয়া নানা পদ্ধতিতে ব্যবহার করা হয় প্রাকৃতিক উপাদান। যেমন, অ্যালোভেরা জেল, লেবুর রস। তাছাড়া থাকতে পারে ভিটামিন ই ক্যাপসুল, টি-ট্রি অয়েল
ক্রমবর্ধমান দূষণ এবং পরিবর্তিত খাদ্যাভ্যাসের কারণে মানুষের মধ্যে নানা ধরনের স্বাস্থ্য সমস্যার দেখা দিচ্ছে। অতিরিক্ত ফাস্ট ফুড খাওয়ার সরাসরি প্রভাব পড়ছে ত্বকে এবং চুলে। মুখে ব্রণ, ত্বকের নানা দাগ, ফুসকুড়ি ইত্যাদি সমস্যা তৈরি হয় এই কারণে। এই ধরনের সমস্যা থেকে মুক্তি পেতে ঘরোয়া টোটকা ব্যবহার করা যেতে পারে। এই উপায়ে খানিকটা উপশম পাওয়া যেতে পারে। ঘরোয়া নানা পদ্ধতিতে ব্যবহার করা হয় প্রাকৃতিক উপাদান। যেমন, অ্যালোভেরা জেল, লেবুর রস। তাছাড়া থাকতে পারে ভিটামিন ই ক্যাপসুল, টি-ট্রি অয়েল ইত্যাদি। এগুলি ব্রণ, ত্বকের দাগ, ফোসকার মতো সমস্যা দূর করতে পারে খুব সহজে।
ত্বক বিশেষজ্ঞরা বলেন, অ্যালোভেরাতে রয়েছে অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান। এটি মৃত কোষ দূর করতে সাহায্য করে। এই কারণে অ্যালোভেরার খোসা থেকে জেল বের করার পর ত্বকের দাগের উপর বৃত্তাকারে মালিশ করতে পারলে উপকার পাওয়া যায়। ৩০ মিনিট মালিশ করার সাধারণ জল দিয়ে ধুয়ে ফেলতে হবে।
লেবুতে রয়েছে আলফা-হাইড্রক্সি অ্যাসিড। যা দাগ দূর করতে সাহায্য করে। তাছাড়া, এটিও ত্বকের উপরে থাকা মৃত কোষ দূর করতে সাহায্য করে। পাশাপাশি নতুন কোষ তৈরি করতেও সাহায্য করে। সমপরিমাণ লেবুর রস, গোলাপজল বা ভিটামিন ই তেল আক্রান্ত স্থানে লাগিয়ে খানিকক্ষণ রেখে মৃদু গরম জল দিয়ে ধুয়ে ফেললে ত্বকে সতেজতা আসে।
advertisement
advertisement
ভিটামিন ই ক্যাপসুল ত্বককে হাইড্রেট করে এবং ক্ষতিগ্রস্ত টিস্যু মেরামত করে। তবে এটি ব্যবহারের আগে গরম জলের ভাপ নেওয়া ভাল। তাতে রোমকূপে মুখগুলি খুলে যাবে। ভিটামিন ই ক্যাপসুল থেকে তেল বের করে দাগের উপর লাগিয়ে কয়েক মিনিট ম্যাসাজ করতে হবে। তারপর হালকা গরম জল দিয়ে মুখ ধুয়ে ফেলতে হবে।
advertisement
টি-ট্রি অয়েলও ত্বকের জন্য ভাল। এর অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান ত্বক রক্ষা করতে সাহায্য করে। এই জন্য ২ টেবিল চামচ জলে ৪ ফোঁটা টি-ট্রি অয়েল মিশিয়ে দাগযুক্ত স্থানে লাগিয়ে রাখতে হবে। এতে ত্বকে একটা উজ্জ্বল আভা আসবে। জলের পরিবর্তে বাদাম তেলও ব্যবহার করা যেতে পারে। তবে এই তেল কখনও পাতলা না করে ব্যবহার করা উচিত নয়।
Location :
Kolkata,West Bengal
First Published :
October 25, 2023 7:40 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Tips to prevent Pimple Marks: পুজোর সাজগোজের পরে ত্বকে ব্রণর দাগ? দূর করুন এই ঘরোয়া উপায়ে