হোম /খবর /লাইফস্টাইল /
সমুদ্র সৈকত তোলপাড় ! সঙ্গীর সঙ্গে সুপারহিট হিন্দি দুরন্ত নাচ

সমুদ্র সৈকত তোলপাড় ! সঙ্গীর সঙ্গে সুপারহিট হিন্দি দুরন্ত নাচ, গানে ভালবাসায় একাকার

জুটির তুমুল নাচে ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়

  • Last Updated :
  • Share this:

সমুদ্র সৈকতে কাঁপিয়েছে যুগলের দুরন্ত নাচ ৷ এলাকা জুড়ে একটাই চর্চা ৷ যুবক-যুবতীর তুমুল নাচে সমদ্রতটে রীতিমত ঝড় উঠেছে ২০০০ সালের পরবর্তী সময়ে কহোনা প্যায়ার হ্যায় ছবির সুপারহিট গানে নেচেছেন দু'জনে ৷ সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ঝড়ের সৃষ্টি করেছে ৷ রাকেশ রোশনের নির্দেশনায় নবাগত হৃতিক রোশন ও নবাগতা আমিশা পটেলের অভিনয়ে মুগ্ধ করেছিল সবাইকে ৷

রাজেশ রোশনের সুরে কুমার শানু, উদিত নারায়ণ, অলকা ইয়াগনিক, বাবুল সুপ্রিয়র কন্ঠে একের পর এক সুপারহিট গান সবাইকে মাতিয়েছে ৷ ছবিটির অনেকটা অংশ বিদেশের মাটিতে শ্যুট হয়েছিল ৷ প্রতিটি গানই দশকের পর দশক ধরে সবারই অত্যন্ত ভাললেগেছে ৷ একবার নয় বারবার ভাল লেগেছে প্রতিটি মানুষের তাইতো ১৫ বছরের বেশি সময় ধরে সবার কাছে অত্যন্ত প্রিয় বা মনের কাছাকাছি রয়েছে ৷

সেই ভিডিওতেই ঝড় উঠেছে এত বছর পরেও সঙ্গীকে ইম্প্রেস করতে দুরন্ত নাচ নেচেছেন ভদ্রলোক সেই ভিডিওই দুর্বার গতিতে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ৷

Published by:Arjun Neogi
First published:

Tags: Kaho Naa Pyar Hai, Super video, Viral Video