হোম /খবর /লাইফস্টাইল /
লকডাউনের বাজারে ফেসবুক তোলপাড়, লতা মঙ্গেশকরের সুপারহিট গানে নাচ যুবতীর

লকডাউনের বাজারে ফেসবুক তোলপাড়, লতা মঙ্গেশকরের সুপারহিট গানে নাচ যুবতীর দুরন্ত গতিতে ভাইরাল

কয়েক দশক কাঁপানো গানে ঝড় তুললেন সোশ্যাল মিডিয়ায়

  • Last Updated :
  • Share this:

সোশ্যাল মিডিয়া কেঁপে উঠল লতা মঙ্গেশকরের গাওয়া গান দো ঘুঁট মুঝে ভি পিলাদে শরাবি গানে যুবতী রীতমত তাক লাগিয়ে দিয়েছেন ৷ এই গানটি সোনালি দিনের ছবির গান ৷ ঝিলকে উসপার ছবির গানে কাঁপিয়েছেন তিনি ৷ ধর্মেন্দ্র ও মুমতাজ অভিনীত চরিত্রটি তোলপাড় করেছিল সাধারণ মানুষের মনে অভিজাত পরিবারের সন্তান সমীর প্রেমের পড়েন দৃষ্টিশক্তি বিশেষ ভাবে সক্ষম এক অসহায় নারীর জীবনের গল্প ৷

তা সে জীবনের গল্প যতই হোক না অল্প বা বারেবারে যেন মনের দরজায় কড়া নাড়ে ৷ এক অসহায় নারীর জীবনের গল্প নিয়েই এই কাহিনি সৃজন হয়েছে ৷ এই ছবির সঙ্গীত পরিচালক আর ডি বর্মন অর্থাৎ রাহুল দেববর্মন ৷ ১৯৭৩ সালের ছবির গান আজও সমান তালে আকর্ষণ করেছে সাধারণ মানুষের মন ৷

সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে মুহূর্তেই ৷ ভাইরাল লকডাউনের বাজারে ঘরের মধ্যেই তুমুল নাচ এক আলাদা ভাললাগার সৃষ্টি করেছে ৷

Published by:Arjun Neogi
First published:

Tags: Facebook Viral video, Super video, Viral Video