কুমার শানু-অলকা ইয়াগনিকের নব্বইয়ের দশকের সুপারহিট গানে ভাইরাল যুবতী

Last Updated:

গোবিন্দ ও করিশমার অভিনীত ছবির গানে ভিডিও শ্যুট করে সোশ্যাল মিডিয়া তোলপাড় করেছেন যুবতী

নব্বইয়ের দশকের অন্যতম সুপারহিট গান তুম তো ধোঁকেবাজ হো, ওয়াদা করকে ভুল যাতে হো ৷ সাজন চলে সসুরাল ছবির গানে কেঁপে উঠেছে সোশ্যাল মিডিয়া ৷ গোবিন্দ, করিশমা ও তাবুর অভিনীত ছবির প্রতিটি গানই অত্যন্ত পরিমাণে হিট করেছিল ৷ গোবিন্দ এই ছবিতে দোয়িত ভূমিকায় অভিনয় করেছিলেন ৷ কুমার শানু ও অলকা ইয়াগনিকের সুপারহিট গান সবারই প্রিয় ৷
আট থেকে আশি সবার মনের কাছাকাছি এই গান ৷ নাদিম-শ্রবাণের দুর্দান্ত গানের সুরে দশকের পর দশক ধরে মানুষের মনে একই রকমের জনপ্রিয় হয়ে উঠেছে ৷ দিনের পর দিন সেই জনপ্রিয়তা বেড়েই চলেছে ৷ গ্রামের ছেলের শহরে এসে বড় গায়ক হওয়ার স্বপ্নপূরণ হয় ৷ সময়ের সঙ্গে সঙ্গেই দেশের অন্যতম বড় মিউজিক কম্পানির কর্ণধার হন তিনি, সঙ্গে ত্রিকোণ প্রেমের গল্পই প্রধান উপজীব্য বিষয় ৷ এই ছবির মুক্তির পরে আড়াই দশক কেটে গিয়েছে ৷
advertisement
advertisement
তবুও কোনও ভাবেই তরুণ-তরুণীদের কাছে এই গানের জনপ্রিয়তা কমেনি মোটেই ৷ সেই গানেই তোলপাড় হয়েছে ফেসবুক ৷ এক যুবতী টিকটিক ভিডিও করে শিরোনামে এসেছে আপাতত সেই ভিডিওই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
কুমার শানু-অলকা ইয়াগনিকের নব্বইয়ের দশকের সুপারহিট গানে ভাইরাল যুবতী
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement