ফের সোশ্যাল মিডিয়া কেঁপেছে এক সুন্দরীর টিকটক ভিডিওতে ৷ তুমুল গতিতে ভাইরাল হয়েছে ৷ হাতে শাঁখাপলা, সিঁথিতে সিঁদুর নিয়ে অলকা ইয়াগনিকের সুপারহিট গানে টিকটক ভিডিও শ্যুট করে সোশ্যাল মিডিয়ায় শিরোনামে এসেছেন তিনি ৷ গানটি ১৯৯০ সালের পরবর্তী সময়ে নাদিম-শ্রাবণের সুপারহিট সুরে অলকা ইয়াগনিক ও উদিত নারায়ণের গানে জমজমাট ছবি ধড়কন ৷ অক্ষয় কুমার ও শিল্পা শেট্টির দুর্দান্ত অভিনয়ে নানা করতে প্যায়ার ম্যায় ম্যায় কর গয়ি ৷
ছবিটিতে অনেকদিন পরে নাদিম-শ্রাবণকে পাওয়া গিয়েছে সুর দিতে ৷ এক অনবদ্য কাহিনি বিন্যাসের মধ্যে দিয়েই পাওয়া গিয়েছিল অন্য এক অক্ষয় কুমার থেকে যিনি সুপার অ্যাকশন হিরো থেকে অন্য একটি ইমেজ গঠন করেছেন ৷ এবং তারপরে সে ইইমেজটিকে এগিয়ে নিয়ে গিয়েছেন বারেবারে ৷ সব মিলিয়ে এই ছবিটি শুধুই সেই সময়ে মানুষের ভাল লেগেছে ৷ এই ভিডিও এই সময়েও ঝড় তুলেছে ৷ দশকের পর দশক দশক ধরে সবারই ভাললেগেছে ৷ এই গানে লিপ দিয়ে নেচে একাকার করেছেন যুবতী ৷
সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ৷ এই ভিডিওর সব থেকে বাড়তি পাওনা এটাই রাস্তায় যুবতীর নাচ ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Facebook viral, Viral Video