লাল পোশাকে সিঁথিতে সিঁদুর, হাতে শাঁখাপলা, সুপারহিট গানে রাস্তায় নেচে সুপার ভাইরাল যুবতী
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
টিকটক ভিডিওটি নিমেষেই তুলেছে ঝড় সোশ্যাল মিডিয়ায়
ফের সোশ্যাল মিডিয়া কেঁপেছে এক সুন্দরীর টিকটক ভিডিওতে ৷ তুমুল গতিতে ভাইরাল হয়েছে ৷ হাতে শাঁখাপলা, সিঁথিতে সিঁদুর নিয়ে অলকা ইয়াগনিকের সুপারহিট গানে টিকটক ভিডিও শ্যুট করে সোশ্যাল মিডিয়ায় শিরোনামে এসেছেন তিনি ৷ গানটি ১৯৯০ সালের পরবর্তী সময়ে নাদিম-শ্রাবণের সুপারহিট সুরে অলকা ইয়াগনিক ও উদিত নারায়ণের গানে জমজমাট ছবি ধড়কন ৷ অক্ষয় কুমার ও শিল্পা শেট্টির দুর্দান্ত অভিনয়ে নানা করতে প্যায়ার ম্যায় ম্যায় কর গয়ি ৷
ছবিটিতে অনেকদিন পরে নাদিম-শ্রাবণকে পাওয়া গিয়েছে সুর দিতে ৷ এক অনবদ্য কাহিনি বিন্যাসের মধ্যে দিয়েই পাওয়া গিয়েছিল অন্য এক অক্ষয় কুমার থেকে যিনি সুপার অ্যাকশন হিরো থেকে অন্য একটি ইমেজ গঠন করেছেন ৷ এবং তারপরে সে ইইমেজটিকে এগিয়ে নিয়ে গিয়েছেন বারেবারে ৷ সব মিলিয়ে এই ছবিটি শুধুই সেই সময়ে মানুষের ভাল লেগেছে ৷ এই ভিডিও এই সময়েও ঝড় তুলেছে ৷ দশকের পর দশক দশক ধরে সবারই ভাললেগেছে ৷ এই গানে লিপ দিয়ে নেচে একাকার করেছেন যুবতী ৷
advertisement
advertisement
সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ৷ এই ভিডিওর সব থেকে বাড়তি পাওনা এটাই রাস্তায় যুবতীর নাচ ৷
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 06, 2020 1:31 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
লাল পোশাকে সিঁথিতে সিঁদুর, হাতে শাঁখাপলা, সুপারহিট গানে রাস্তায় নেচে সুপার ভাইরাল যুবতী