Home /News /life-style /
লাল পোশাকে সিঁথিতে সিঁদুর, হাতে শাঁখাপলা, সুপারহিট গানে রাস্তায় নেচে সুপার ভাইরাল যুবতী

লাল পোশাকে সিঁথিতে সিঁদুর, হাতে শাঁখাপলা, সুপারহিট গানে রাস্তায় নেচে সুপার ভাইরাল যুবতী

টিকটক ভিডিওটি নিমেষেই তুলেছে ঝড় সোশ্যাল মিডিয়ায়

 • Share this:

  ফের সোশ্যাল মিডিয়া কেঁপেছে এক সুন্দরীর টিকটক ভিডিওতে ৷ তুমুল গতিতে ভাইরাল হয়েছে ৷ হাতে শাঁখাপলা, সিঁথিতে সিঁদুর নিয়ে অলকা ইয়াগনিকের সুপারহিট গানে টিকটক ভিডিও শ্যুট করে সোশ্যাল মিডিয়ায় শিরোনামে এসেছেন তিনি ৷ গানটি ১৯৯০ সালের পরবর্তী সময়ে নাদিম-শ্রাবণের সুপারহিট সুরে অলকা ইয়াগনিক ও উদিত নারায়ণের গানে জমজমাট ছবি ধড়কন ৷ অক্ষয় কুমার ও শিল্পা শেট্টির দুর্দান্ত অভিনয়ে নানা করতে প্যায়ার ম্যায় ম্যায় কর গয়ি ৷

  ছবিটিতে অনেকদিন পরে নাদিম-শ্রাবণকে পাওয়া গিয়েছে সুর দিতে ৷ এক অনবদ্য কাহিনি বিন্যাসের মধ্যে দিয়েই পাওয়া গিয়েছিল অন্য এক অক্ষয় কুমার থেকে যিনি সুপার অ্যাকশন হিরো থেকে অন্য একটি ইমেজ গঠন করেছেন ৷ এবং তারপরে সে ইইমেজটিকে এগিয়ে নিয়ে গিয়েছেন বারেবারে ৷ সব মিলিয়ে এই ছবিটি শুধুই সেই সময়ে মানুষের ভাল লেগেছে ৷ এই ভিডিও এই সময়েও ঝড় তুলেছে ৷ দশকের পর দশক দশক ধরে সবারই ভাললেগেছে ৷ এই গানে লিপ দিয়ে নেচে একাকার করেছেন যুবতী ৷

  সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ৷ এই ভিডিওর সব থেকে বাড়তি পাওনা এটাই রাস্তায় যুবতীর নাচ ৷

  Published by:Arjun Neogi
  First published:

  Tags: Facebook viral, Viral Video

  পরবর্তী খবর