সুপার ভাইরাল ! মুরগি-বিড়ালের প্রেম, পরস্পরকে আলিঙ্গনরত রাস্তায় শুয়ে

Last Updated:

প্রেমের কোনও বর্ডার নেই

প্রেমের কোনও বর্ডার নেই ৷ নেই কোনও জাতপাতও ৷ ভালবাসা তো মুক্ত হাওয়া বহু মনে খুঁজে পাওয়া নানা হারে কোমল গান্ধার ৷ ভালবাসার কোনও যুর্কি তর্ক কোনও সূত্র নেই ৷ নেই কোনও অঙ্ক ৷ ভালবাসা অঙ্কে হয়না রসায়নের মধ্যে দিয়ে ভালবাসা ছড়িয়ে পড়ে ৷ এটি এক্কেবারে ভাইরাল জ্বরের মত ডাক্তারও বলতে পারেন না ৷ ভালবাসায় কোনও অঙ্ক নেই, নেই কোনও বিশ্লেষণও ৷ এই সব জানা আছে ৷
তবে ভালাবাসার তো একটি দিক থাকে সেই দিক নির্ণয় করেই সবাইকে চলতে হয় ৷ সবাই চললেই কাঙ্খিত ফল পাওয়া যায় ৷ এটাও কম বেশি সবারই জানা রয়েছে ৷ এই বিষয়ে যুক্তি বা তর্কও রাখার প্রয়োজন পড়েনা ৷ তবে ফেসবুকে এমন এক ভিডিও ছড়িয়েছে যা দেখে সবাই রীতিমত চমকে গিয়েছেন ৷ কেননা যতই ভালবাসার কোনও সীমা না থাক, ভালবাসা যতই অসীম হোক না কেন এমন ঘটনা সত্যি কপালে চোখ তুলবে ৷
advertisement
advertisement
ফেসবুকে একটি ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে ৷ একটি বিড়াল আর একটি মুরগি একে অপরকে জড়িয়ে ধরে শুয়ে আছে ৷ ভিডিওটি বেশ মজার ৷ এই মজার ভিডিওটি এখন সোশ্যাল মিডিয়ার আলোচনার বিষয়ে দাঁড়িয়েছে ৷ তবে একে মজার করেই প্রেম কাহিনির সঙ্গে তুলনা হয়েছে ৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
সুপার ভাইরাল ! মুরগি-বিড়ালের প্রেম, পরস্পরকে আলিঙ্গনরত রাস্তায় শুয়ে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement