সুপার ভাইরাল ! মুরগি-বিড়ালের প্রেম, পরস্পরকে আলিঙ্গনরত রাস্তায় শুয়ে
Last Updated:
প্রেমের কোনও বর্ডার নেই
প্রেমের কোনও বর্ডার নেই ৷ নেই কোনও জাতপাতও ৷ ভালবাসা তো মুক্ত হাওয়া বহু মনে খুঁজে পাওয়া নানা হারে কোমল গান্ধার ৷ ভালবাসার কোনও যুর্কি তর্ক কোনও সূত্র নেই ৷ নেই কোনও অঙ্ক ৷ ভালবাসা অঙ্কে হয়না রসায়নের মধ্যে দিয়ে ভালবাসা ছড়িয়ে পড়ে ৷ এটি এক্কেবারে ভাইরাল জ্বরের মত ডাক্তারও বলতে পারেন না ৷ ভালবাসায় কোনও অঙ্ক নেই, নেই কোনও বিশ্লেষণও ৷ এই সব জানা আছে ৷
তবে ভালাবাসার তো একটি দিক থাকে সেই দিক নির্ণয় করেই সবাইকে চলতে হয় ৷ সবাই চললেই কাঙ্খিত ফল পাওয়া যায় ৷ এটাও কম বেশি সবারই জানা রয়েছে ৷ এই বিষয়ে যুক্তি বা তর্কও রাখার প্রয়োজন পড়েনা ৷ তবে ফেসবুকে এমন এক ভিডিও ছড়িয়েছে যা দেখে সবাই রীতিমত চমকে গিয়েছেন ৷ কেননা যতই ভালবাসার কোনও সীমা না থাক, ভালবাসা যতই অসীম হোক না কেন এমন ঘটনা সত্যি কপালে চোখ তুলবে ৷
advertisement
advertisement
ফেসবুকে একটি ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে ৷ একটি বিড়াল আর একটি মুরগি একে অপরকে জড়িয়ে ধরে শুয়ে আছে ৷ ভিডিওটি বেশ মজার ৷ এই মজার ভিডিওটি এখন সোশ্যাল মিডিয়ার আলোচনার বিষয়ে দাঁড়িয়েছে ৷ তবে একে মজার করেই প্রেম কাহিনির সঙ্গে তুলনা হয়েছে ৷
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 30, 2019 3:44 PM IST