সুপার ভাইরাল ! মুরগি-বিড়ালের প্রেম, পরস্পরকে আলিঙ্গনরত রাস্তায় শুয়ে

Last Updated:

প্রেমের কোনও বর্ডার নেই

প্রেমের কোনও বর্ডার নেই ৷ নেই কোনও জাতপাতও ৷ ভালবাসা তো মুক্ত হাওয়া বহু মনে খুঁজে পাওয়া নানা হারে কোমল গান্ধার ৷ ভালবাসার কোনও যুর্কি তর্ক কোনও সূত্র নেই ৷ নেই কোনও অঙ্ক ৷ ভালবাসা অঙ্কে হয়না রসায়নের মধ্যে দিয়ে ভালবাসা ছড়িয়ে পড়ে ৷ এটি এক্কেবারে ভাইরাল জ্বরের মত ডাক্তারও বলতে পারেন না ৷ ভালবাসায় কোনও অঙ্ক নেই, নেই কোনও বিশ্লেষণও ৷ এই সব জানা আছে ৷
তবে ভালাবাসার তো একটি দিক থাকে সেই দিক নির্ণয় করেই সবাইকে চলতে হয় ৷ সবাই চললেই কাঙ্খিত ফল পাওয়া যায় ৷ এটাও কম বেশি সবারই জানা রয়েছে ৷ এই বিষয়ে যুক্তি বা তর্কও রাখার প্রয়োজন পড়েনা ৷ তবে ফেসবুকে এমন এক ভিডিও ছড়িয়েছে যা দেখে সবাই রীতিমত চমকে গিয়েছেন ৷ কেননা যতই ভালবাসার কোনও সীমা না থাক, ভালবাসা যতই অসীম হোক না কেন এমন ঘটনা সত্যি কপালে চোখ তুলবে ৷
advertisement
advertisement
ফেসবুকে একটি ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে ৷ একটি বিড়াল আর একটি মুরগি একে অপরকে জড়িয়ে ধরে শুয়ে আছে ৷ ভিডিওটি বেশ মজার ৷ এই মজার ভিডিওটি এখন সোশ্যাল মিডিয়ার আলোচনার বিষয়ে দাঁড়িয়েছে ৷ তবে একে মজার করেই প্রেম কাহিনির সঙ্গে তুলনা হয়েছে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
সুপার ভাইরাল ! মুরগি-বিড়ালের প্রেম, পরস্পরকে আলিঙ্গনরত রাস্তায় শুয়ে
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement