অলকা ইয়াগনিকের নব্বইয়ের দশকের সুপারহিট গানে নেচে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল মহিলা
Last Updated:
আমির খান ও জুহি চাওলা এই ছবির প্রধান ভূমিকায় অভিনয় করেছেন
ফের সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে ৷ অলকা ইয়াগনিকের সুপারহিট গানে নেচে মাত করেছেন এক মহিলা ৷ তিনি যেই গানে নেচেছেন সেটি ভারতীয় চলচ্চিত্রের একটি গুরুত্বপূর্ণ ছবি ৷ গানটিও সুপারহিট, ছবির নাম হাম হ্যায় রহি প্যায়ারকে ৷ সেই গানে নেচে রীতিমত চমক দেখিয়েছেন তিনি ৷ এই ছবির বাকি গানগুলিও সুপার ডুপারহিট ৷
মুখ্য চরিত্রে ছবিতে অভিনয় করেছেন আমির খান, জুহি চাওলা ৷ ছবির সুরকার নাদিম-শ্রাবণ, কথা সমীরের ৷ নব্বইয়ের দশকের অন্যতম সুপারহিট ছবি হাম হ্যায় রহি প্যায়ারকে ৷ মূলত সমীর ও নাদিম-শ্রাবণ কম্বিনেশনে এটি অত্যন্ত সুপারহিট ছবি ৷
advertisement
বোম্বাইসে গয়ি পুণা, পুণা সে গয়ি দিল্লি, দিল্লি সে গয়ি পটনা ফিরভি না মিলা সাজনা, নাচে ছন্দে জমজমাট সোশ্যাল মহিলার দুর্নত নাচের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ৷ সেই ভিডিওই দেখে নিন একনজরে ৷
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 26, 2019 8:41 AM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
অলকা ইয়াগনিকের নব্বইয়ের দশকের সুপারহিট গানে নেচে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল মহিলা