বাইসেক্সুয়াল মানুষদের কি বিয়ে করা উচিৎ? কী বলছেন বিশেষজ্ঞ

Last Updated:

বিয়ের পরেও কি যৌনক্ষেত্রে তৃপ্ত থাকতে পারেন বাইসেক্সুয়াল ব্যক্তিটি? জেনে নিন

#কলকাতা: যৌন আকর্ষণ যদি বিপরীত লিঙ্গের কারও প্রতি হয়, সেক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিকে হেটেরোসেক্সুয়াল বা স্ট্রেইট তকমা দেওয়া হয়ে থাকে তাঁর যৌন পছন্দের ভিত্তিতে। এরই ঠিক বিপরীত দিকে রয়েছেন হোমোসেক্সুয়ালরা। অর্থাৎ তাঁরা সমলিঙ্গের মানুষদের প্রতি যৌন আকর্ষণ অনুভব করে থাকেন। একজন পুরুষ অন্য পুরুষকে পছন্দ করলে তাঁকে গে, একজন নারী অন্য নারীকে পছন্দ করলে তাঁকে যৌনতার সংজ্ঞায় লেসবিয়ান বলা হয়ে থাকে। আর এই দুই গোত্রের মধ্যবর্তী অবস্থানে যাঁরা থাকেন, অর্থাৎ যাঁরা বিপরীত লিঙ্গ এবং সমলিঙ্গ দুইয়ের প্রতিই যৌন আকর্ষণ অনুভব করেন, তাঁদের বলা হয় বাইসেক্সুয়াল। এক পাঠক জানতে চেয়েছেন বিশেষজ্ঞ পল্লবী বার্নওয়ালের কাছে- বাইসেক্সুয়ালদের কি বিয়ে করা উচিৎ?
অত্যন্ত জটিল প্রশ্ন, সন্দেহ নেই! আমাদের সমাজে এমন বহু সম্পর্কের ভাঙন দেখা যায় যেখানে এক পক্ষ বাইসেক্সুয়াল, অন্য পক্ষ হোমোসেক্সুয়াল। সম্পর্ক অত্যন্ত নিবিড় হওয়ার পরেও অনেক সময়ে পরিবারের চাপে বা স্বেচ্ছায় যখন বাইসেক্সুয়াল ব্যক্তিটি বিয়ে করেন, তখন সম্পর্ক ভেঙে যায়। এই ঘটনা শুধু ব্যক্তিবিশেষের ক্ষেত্রে নয়, সমাজের মানসিকতাতেও এক নেতিবাচক প্রভাব ফেলে। যাকে সমাজের ক্রমবর্ধমান মানসিক অবসাদের কারণ হিসেবেও দেখা যায়।
advertisement
প্রশ্ন হল, বিয়ের পরেও কি যৌনক্ষেত্রে তৃপ্ত থাকতে পারেন বাইসেক্সুয়াল ব্যক্তিটি? সমাজ সাক্ষী- বিয়ের পরেও একাধিক ব্যক্তি সমলিঙ্গের মানুষদের সঙ্গে যৌন সম্পর্ক চালিয়ে যেতে কুণ্ঠা বোধ করেন না। যা জানাজানি হলে দাম্পত্যে প্রভাব পড়ে!
advertisement
সেই দিক থেকেই এই পর্বে সমস্যাটি বিশ্লেষণের চেষ্টা করেছেন পল্লবী। তিনি জানাচ্ছেন যে সমাজ হোমোসেক্সুয়ালদের যে চোখেই দেখুক না কেন, বাইসেক্সুয়ালদের সব সময়েই সন্দেহের চোখে দেখে, তার মধ্যে অবিশ্বাস থাকে, কিঞ্চিৎ পরিমাণ হলেও ঘৃণাও যে থাকে না- এমনটা জোর দিয়ে বলা যায় না। কেন না, যৌন প্রবৃত্তির দিক থেকে তাঁদের একজন হেটেরোসেক্সুয়াল ব্যক্তির তুলনায় যৌন সঙ্গী পাওয়ার সম্ভাবনা অনেক বেশি হয়। অতএব, ধরেই নেওয়া হয় যে বাইসেক্সুয়াল ব্যক্তি সেই সুযোগের সদ্ব্যবহার করবেন সারা জীবন- বিয়ের আগে যেমন, তেমনই বিয়ের পরেও!
advertisement
পল্লবী বলছেন যে সেটা করার মধ্যে ক্ষতি কিছু নেই। কিন্তু বিয়ে মানে একটা দায়িত্ব, স্পষ্ট ভাবে বললে একটা প্রতিষ্ঠান এবং স্ত্রী বা স্বামীর প্রতি অনুগত থাকার দায়িত্ব! কোনও বাইসেক্সুয়াল ব্যক্তি যদি অকপটে নিজের যৌন পছন্দের কথা স্ত্রী বা স্বামীর সঙ্গে আলোচনা করার সাহস রাখেন এবং তাঁর সম্মতি সহযোগে সমলিঙ্গের যৌনসঙ্গীর সঙ্গে সম্পর্ক রাখতে পারেন, সেক্ষেত্রে কারও কিছু বলার থাকতে পারে না। কিন্তু একেকজননের চরিত্র একেক রকমের হয়, তাই নিজেকে বুঝে সিদ্ধান্ত নিতে হবে!
advertisement
Pallavi Barnwal
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
বাইসেক্সুয়াল মানুষদের কি বিয়ে করা উচিৎ? কী বলছেন বিশেষজ্ঞ
Next Article
advertisement
Amartya Sen Hearing Notice: মায়ের সঙ্গে বয়সের ব্যবধান ১৫ বছরের কম! অমর্ত্য সেনের শান্তিনিকেতনের বাড়িতে গেল কমিশনের নোটিস
মায়ের সঙ্গে বয়সের ব্যবধান ১৫ বছরের কম! অমর্ত্য সেনের বাড়িতে নোটিস দিয়ে এল কমিশন
  • অমর্ত্য সেনের বাড়িতে নির্বাচন কমিশনের দল৷

  • এসআইআর শুনানিতে হাজিরা দিতে নোটিস৷

  • অমর্ত্য সেনকে শুনানিতে ডাক, গতকালই দাবি করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷

VIEW MORE
advertisement
advertisement