রাণু মণ্ডলের পর 'ভাইরাল' সিকিউরিটি গার্ড, কুমার শানুর গান গেয়ে মাতাচ্ছেন নেট দুনিয়া
Last Updated:
ভাইরাল সিকিউরিটি গার্ড
কে বেরচ্ছে, কে আসছে, কোন গাড়ি বেরল, কোন গাড়ি এল, কার কী দরকার...হাজারটা কাজের ব্যস্ততা... মধ্য পঞ্চাশের ভদ্রলোকের সারাট দিন কাটে ফ্ল্যাটের নীরাপত্তা রক্ষীর কাজ করে! কিন্তু এই রুটিনবাঁধা কাজের মধ্যেও নিজের শৈল্পি সত্ত্বাকে বিসর্জন দেননি! কাজের ফাঁকেই গুনগুনাতে থাকেন! গান যে বড় প্রিয়... সারাটা দিন লতা থেকে কুমার শানু... হরেক গান গেয়ে চলেন মধ্য পঞ্চাশের ভদ্রলোক... ফ্ল্যাটের আবাসিকরাও তাঁকে খুব ভালবাসেন, চলে আছেন গানের টানে, গান শুনতে, কচিকাঁচাদেরও থাকে হরেক গানের বায়না।
সিকিউরিটি গার্ডের গাওয়া 'কিতনি হাসিন চেহরা' গানটি এই মুহূর্তে ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়, শুনে নিন--
advertisement
ইদানীং 'ভাইরাল'-এর যুগ চলছে! সোশ্যাল মিডিয়ার দৌলতে খুব সহজেই মানুষের কাছে পৌঁছিয়ে যায় নানা ধরনের কনটেন্ট! ভিউ, শেয়ার বা লাইকের উপর নির্ভর করে কনটেন্টটি কতখানি 'হিট' বা 'ভাইরাল' হল! ইদানীং সময়ে সোশ্যাল মিয়িডায় সবথেকে জনপ্রিয় হয়েছে রাণু মণ্ডলের গান! এবার 'ভাইরাল' হল এই সিকিউরিটি গার্ডের গান।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 28, 2019 3:35 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
রাণু মণ্ডলের পর 'ভাইরাল' সিকিউরিটি গার্ড, কুমার শানুর গান গেয়ে মাতাচ্ছেন নেট দুনিয়া