Rose Plant: গোলাপ গাছে ফুল দেখতে চান? তাহলে কেটে ফেলুন এই ডাল ও পাতা! জানুন

Last Updated:

Rose Plant: গোলাপ ফুল গাছের যত্ন নেওয়া খুব দরকার! গাছে ফুল দেখতে হলে এই সব ডাল ও পাতা কেটে ফেলে দিতে হবে! জানুন সঠিক নিয়ম

+
গোলাপ

গোলাপ গাছ 

উত্তর ২৪ পরগনা : গোলাপের এলাডাল চিনুন সহজেই। গোলাপ কে না ভালবাসে! ফুলের রানি গোলাপ‘ তার সৌন্দর্য ও গন্ধের জন্য সর্ব যুগের সকল সমাজেই প্রশংসনীয়। আন্তর্জাতিক বাজারেও গোলাপের চাহিদা সবসময় প্রথম শ্রেণিতেই থাকে। আর তাই গোলাপ চাষাবাদের হার এবং চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে গোলাপ বাণিজ্যিকভাবে রফতানি করেও বেশ মুনাফা অর্জিত হচ্ছে। তবে বাড়ির ছাদ বাগান, উঠান কিংবা বাণিজ্যিকভাবে গোলাপ চাষের সময় গোলাপ গাছের এলা ডাল ছেঁটে বাদ না দিলে গাছে ফুল দেখা মিলবে না, এমনকি এক সময়ে মূল গাছটি নষ্ট হয়ে যেতে পারে।
বাণিজ্যিকভাবে নয় বাড়িতে কিংবা ছাদ বাগানে অনেকেই গোলাপ তৈরি করেন ভালবেসে। তবে বাড়িতে গোলাপ গাছ বৃদ্ধির সময় হঠাৎই দেখবেন গাছের গোড়ার দিক থেকে সবুজ সতেজ ডালের বৃদ্ধি হয়। যা অনান্য গাছের ডালের থেকে দ্রুত বৃদ্ধি হয় এই ধরণের ডাল যা গোলাপ গাছের এলা ডাল নামে পরিচিত।
advertisement
advertisement
আর এই গাছের ডাল চেনার আরও একটি সহজ পদ্ধতি হল এলাডাল যা সাতটি পাতার সমাহারে বেড়ে ওঠে। গোলাপ গাছে এলাডাল দেখতে সুন্দর হলেও এই ডালে কোন প্রকার ফুল পাওয়া যায় না বরং টবের মাটি থেকে বেশিরভাগ খাদ্য এই ডাল সংগ্রহ করে নেয়। যার ফলে গাছের অনান্য অংশের তেমনভাবে বৃদ্ধি হয় না। এক্ষেত্রে প্রথমেই উচিত এই ডাল ছেঁটে ফেলা। আর এভাবে গাছের প্রতি একটু যত্নশীল ও পরিচর্যার মাধ্যমে সুন্দর সতেজ গাছ তৈরি করতে পারবেন। শীতে অনেক বাগান প্রেমীরা গোলাপে সাধের বাগান ভরিয়ে তুলছে তা বলাই বাহুল্য।
advertisement
জুলফিকার মোল্লা
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Rose Plant: গোলাপ গাছে ফুল দেখতে চান? তাহলে কেটে ফেলুন এই ডাল ও পাতা! জানুন
Next Article
advertisement
IPL-র ইতিহাসে বিদেশি ক্রিকেটার হিসেবে নয়া রেকর্ড ক্যামেরন গ্রিনের, KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
  • আইপিএল ২০২৬ নিলামে ক্যামেরন গ্রিনকে কলকাতা নাইট রাইডার্স ২৫.২০ কোটি টাকায় দলে নেয়, যা বিদেশি ক্রিকেটার হিসেবে নতুন রেকর্ড. তবে বিসিসিআই নিয়ম অনুযায়ী গ্রিন পাবেন ১৮ কোটি টাকা, বাকি অর্থ ক্রিকেট উন্নয়নে যাবে. গ্রিন ইডেনে খেলার জন্য উচ্ছ্বসিত.

VIEW MORE
advertisement
advertisement