রাখি এবং স্বাধীনতা দিবসের আনন্দ হবে দ্বিগুণ! বিশেষ আয়োজন করছে কলকাতার এই পাঁচতারা হোটেল

Last Updated:

বিশেষ আয়োজন করেছে কলকাতার পাঁচতারা হোটেল তাজ বেঙ্গল। জেনে নেওয়া যাক, কেমন বিশেষ অফার দিচ্ছে তারা ৷ আর মেন্যুতেই বা কী কী খাবার থাকছে ৷

কলকাতা: উৎসব মানেই খানাপিনা। সামনেই রাখি বন্ধন এবং স্বাধীনতা দিবসের অনুষ্ঠান। আর ভাল খাওয়া-দাওয়া না-হলে কি উৎসব অনুষ্ঠান জমে? তাই এই দুই উৎসবের জন্য আলাদা আলাদা ভাবে বিশেষ আয়োজন করেছে কলকাতার পাঁচতারা হোটেল তাজ বেঙ্গল। জেনে নেওয়া যাক, কেমন বিশেষ অফার দিচ্ছে তারা ৷ আর মেন্যুতেই বা কী কী খাবার থাকছে ৷
তাজ বেঙ্গল
ক্যাল ২৭
advertisement
রাখিবন্ধন উৎসবের বিশেষ ব্রাঞ্চ – ১১ অগাস্ট ২০২২
সময়:
দুপুর ১২টা ৩০ মিনিট থেকে দুপুর ৩টে ১৫ মিনিট
মূল্য: ট্যাক্স-সহ জনপ্রতি ২০০০ টাকা
মেন্যু হাইলাইটস:
বাজরার রাব, উইলড মাশরুম, চিকেন স্যুপ-এর মতো সুস্বাদু ও আকর্ষণীয় খাবার। থাকছে চিকেন, মাছ, পনির, মাশরুমের অনসাইট গ্রিল স্টেশন, নাচোস, ট্যাকোস-এর অনসাইট মেক্সিকান কাউন্টার, অনসাইট পানি পুরি কাউন্টার, লাইভ পাস্তা এবং পিৎজা স্টেশন। স্টার্টারে থাকবে লাহসুনি মুর্গ টিক্কা, মাশরুম কে গলাওয়াট। মেন কোর্সের ইন্ডিয়ার সিলেকশনে থাকবে কাতলা কালিয়া, রারা গোস্ত, তুলসি বাদামের কোফতা, বৃন্দাবন কে আলু দম, মাশরুম মটর মশলা। আর ইন্টারন্যাশনাল সিলেকশনে থাকবে স্লো রোস্ট ডাক উইথ ক্র্যানবেরি স্যস, এশিয়ান গ্রিন ভেজিটেবল ইন হট গার্লিক স্যস। থাকবে মালাই, রোজ পেটাল, সীতাফল ঘেওয়ার, লাল প্যাঁড়া, চকোলেট অরেঞ্জ টর্ট, অ্যাপল ক্রাম্বল পাই, ব্লুবেরি লেমন চিজ কেক এবং আরও অনেক আকর্ষণীয় বিকল্প।
advertisement
টেবিল বুকিংয়ের জন্য কল করতে হবে এই নম্বরে- + 91-33-6612 3610/ 3939
ক্যাল ২৭
স্বাধীনতা দিবস উপলক্ষে বিশেষ ব্রাঞ্চ – ১৫ অগাস্ট, ২০২২
সময়: দুপুর ১২টা ৩০ মিনিট থেকে দুপুর ৩টে ১৫ মিনিট
মূল্য: ট্যাক্স-সহ জনপ্রতি ২০০০ টাকা
advertisement
মেন্যু হাইলাইটস:
উত্তর থেকে দক্ষিণ এবং পূর্ব থেকে পশ্চিম - সব ধরনের খানাপিনার দারুণ আকর্ষণীয় সুযোগ রয়েছে। থাকছে দিল্লিওয়ালে ছোলে কুলচে, মোচার চপ, চিকেন মাপ্পা এবং ভেজিটেবল স্ট্যু-সহ কুত্তু পরোটা ইত্যাদি। লাইভ কার্ভিং স্টেশনে স্টার্টার তালিকায় থাকছে, পাহাড়ি পনির টিক্কা, মুর্গ মালাই টিক্কা। মেন কোর্সের ইন্ডিয়ান সিলেকশনে থাকছে লখনউ গোশত নিহারি, হায়দরাবাদি দম কা মুর্গ, অন্ধ্র ফিশ কারি, পনির চেট্টিনাদ, রাজস্থানি গাট্টা কারি, সবজ কোলাপুরি ইত্যাদি। আর ইন্টারন্যাশনাল সিলেকশনের আওতায় থাকছে পেস্তো টোস্টেড ভেজিটেবল, গ্রিলড সানড্রায়েড টম্যাটো অ্যান্ড অ্যাসপ্যারাগাস রাইস কেক, লেমন গ্রাস ইনফিউজড স্টিমড ফিশ। মিষ্টির সেকশনে থাকছে জবলপুর কি জলেবি - লাচ্ছা রাবড়ি-সহ পরিবেশন করা আপেল/আনারসের জিলিপি, জামনগর কে শ্রীখণ্ড, কেশরিয়া রসমালাই, ভ্যানিলা ক্রাঞ্চ গ্যাটো, ক্যারট কেক, পিস্তাচিও স্যাফরন কেক এবং আরও অনেক কিছু।
advertisement
সংরক্ষণের জন্য কল করতে হবে এই নম্বরে- + 91-33-6612 3610/ 3939
তাজ সিটি সেন্টার নিউ টাউন
শামিয়ানা
রাখিবন্ধন উপলক্ষে বিশেষ ডিনার ব্যুফে – ১১ অগাস্ট, ২০২২
সময়:
সন্ধে ৭টা ৩০ মিনিট থেকে
মূল্য: ট্যাক্স-সহ জনপ্রতি ২০০০ টাকা
advertisement
সংরক্ষণের জন্য কল করুন এই নম্বরে- + 91-91 33-6820 0303
স্বাধীনতা দিবস উপলক্ষেও এখানে থাকছে ঢালাও আয়োজন। স্বাধীনতা দিবসের বিশেষ থিমে লাঞ্চ এবং ডিনার ব্যুফে উপভোগ করতে পারবেন গ্রাহকরা। প্রতিরক্ষা আধিকারিকরা ৫০ শতাংশ ছাড় পাবেন। এ-ছাড়াও তেরঙা পতাকার থিমে পোশাক পরলেও মিলবে ৫০ শতাংশ ছাড়।
শামিয়ানা
স্বাধীনতা দিবস উপলক্ষে বিশেষ ব্রাঞ্চ – ১৪ এবং ১৫ অগাস্ট, ২০২২
advertisement
সময়:
লাঞ্চ: দুপুর ১২টা ৩০ মিনিট থেকে দুপুর ৩টে ১৫ মিনিট
ডিনার: সন্ধে ৭টা ৩০ মিনিট থেকে
মূল্য: ট্যাক্স-সহ জনপ্রতি ১৮০০ টাকা
ট্যাক্স-সহ জনপ্রতি ২৪০০ টাকা (কয়েকটি বাছাই করা পানীয়-সহ)
সংরক্ষণের জন্য কল করতে হবে এই নম্বরে- + 91-91 33-6820 0303
ভিভান্তা কলকাতা ইএম বাইপাস
স্যোয়ার্ল
রাখিবন্ধন হ্যাম্পারস – ১১ অগাস্ট ২০২২ পর্যন্ত
advertisement
সময়: সকাল ৯টা থেকে রাত ৮টা
মূল্য: ৫০০ টাকা থেকে শুরু সব কিছু সহ
হাইলাইটস: চকোলেট এবং মিষ্টির বাক্স
সংরক্ষণের জন্য কল করতে হবে এই নম্বরে- + 91-33-6612 3302/3939
মিন্ট
স্বাধীনতা দিবস উপলক্ষে বিশেষ ব্রাঞ্চ – ১৫ অগাস্ট ২০২২
সময়: দুপুর ১২টা ৩০ মিনিট থেকে দুপুর ৩টে ৩০ মিনিট
মূল্য: ট্যাক্স-সহ জনপ্রতি ১৭০০ টাকা
ট্যাক্স-সহ জনপ্রতি ২৪৫০ টাকা (কয়েকটি বাছাই করা পানীয়-সহ)
মেন্যু হাইলাইটস:
হাজারদুয়ারির চাট, সবরমতী আশ্রমের রান্নাঘরের বিভিন্ন রেসিপি (মহাত্মা গান্ধির প্রিয়), আগ্রার পুরানি চুঙ্গির বিরিয়ানি এবং আরও অনেক কিছু।
টেবিল বুকিংয়ের জন্য কল করতে হবে এই নম্বরে- + 91-33-6612 3302/3939
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
রাখি এবং স্বাধীনতা দিবসের আনন্দ হবে দ্বিগুণ! বিশেষ আয়োজন করছে কলকাতার এই পাঁচতারা হোটেল
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement