করোনাকালে নিজের বিয়ে হোক বা বিয়ের নেমন্তন্নে যাওয়া, এই নিয়মগুলো ভুললে চলবে না
- Published by:Ananya Chakraborty
Last Updated:
পাত্রপাত্রী থেকে অতিথি-অভ্যাগত, সবাইকে মানতে হবে কিছু নিয়ম, জেনে নিন
কথায় বলে লক্ষ কথার পর না কি একটা বিয়ে ঠিক হয়! এখন করোনা পরিস্থিতিতে সেটা যেন কোটি কথায় এসে দাঁড়িয়েছে। সেই মার্চ মাস থেকে লকডাউন করতে করতে এখন বছর প্রায় শেষ হতে চলল। এ দিকে বিয়ের সিজন শুরু হয়ে গিয়েছে। যাঁরা পাত্র বা পাত্রী, তাঁদের তো বিড়ম্বনার শেষ নেই। চার হাত কোথায় এক হবে তা নয়, ছয় ফুটের দূরত্ব এসে গেল মাঝখানে। বিড়ম্বনার শেষ নেই তাঁদেরও, যাঁরা বিয়ের ভোজ খাবেন বলে আশায় ছিলেন। সরকার অতিথির সংখ্যা বেঁধে দিলেন আর তাতে অনেকের নাম বাদও পড়ে গেল।
কিন্তু জীবন তো আর থেমে থাকে না। লকডাউনের পর আনলকও হয়েছে। ধীরে ধীরে বিয়ের অনুষ্ঠানও শুরু হয়েছে। তবে করোনা কিন্তু এখনও বিদায় নেয়নি। তাই পাত্রপাত্রী থেকে অতিথি-অভ্যাগত, সবাইকে মানতে হবে কিছু নিয়ম।
হবু বর আর কনের জন্য:
• অতিথি-অভ্যাগত, হেয়ার ড্রেসার, মেকআপ আর্টিস্ট এঁদের সঙ্গে থাকতেই হবে কিছুক্ষণ। হ্যান্ড স্যানিটাইজার ও মুখে মাস্ক পরা মাস্ট। সব চেয়ে ভালো হয় যাঁরা কনে বা বরকে সাজাচ্ছেন তাঁরা যদি PPE স্যুট পরেন।
advertisement
advertisement
• কনের হাতে মেহেন্দি বা আলতা থাকতে পারে। বার বার হাত ধুতে অসুবিধে হলে সঙ্গে একটা ছোট্ট বটুয়ায় স্যানিটাইজার রাখা যায়।
• বিয়েবাড়ির টয়লেট থেকে বর-কনের বসার সিট, সব ভালো করে স্যানিটাইজ করতে হবে।
• যাঁরা দায়িত্বে থাকবেন, তাঁদের মুখে মাস্ক ও হাতে গ্লাভস থাকবে। তাঁরা সব সময়ে এটা খেয়াল রাখবেন যেন আনন্দের জোয়ারে ভাসতে গিয়ে স্বাস্থ্যবিধি ভঙ্গ না হয়।
advertisement
• হ্যান্ডশেক, আলিঙ্গন করা- এগুলো এখন তোলা থাক। যাঁরা আশীর্বাদ করবেন, তাঁরা দূর থেকে করলে ভালো এবং বর-কনেও শুধু নমস্কার জানালে ভালো হয়।
• অতিথির সংখ্যা কম রাখা দরকার। যাঁরা বাদ পড়লেন, তাঁদের বুঝিয়ে বলতে হবে।
বিয়েবাড়ির নিমন্ত্রিত অতিথিদের জন্য:
• অনুষ্ঠান বাড়ির ভিড়ে যাওয়ার আগে কোভিড পরীক্ষা করিয়ে নেওয়া বাঞ্ছনীয়। বাড়ির বয়স্ক সদস্য বা ছোটদের বিয়েবাড়িতে না নিয়ে যাওয়াই উচিৎ।
advertisement
• যদি সর্দি কাশি জ্বর বা অন্যান্য উপসর্গ থাকে, তা হলে বিয়েবাড়ি না যাওয়াই ভালো।
• সঙ্গে স্যানিটাইজার, মাস্ক, হেড ক্যাপ আর গ্লাভস রাখতে হবে।
• পরিচিত কারও সঙ্গে দেখা হলে নমস্কার বা কনুই ঠেকিয়ে অভিবাদন করতে হবে। করমর্দন বা আলিঙ্গন নয়।
• এত কিছু বিয়েতে যাওয়া সত্যিই বেশ সমস্যার। তাই জীবনকে একটু রঙিন করতে ডিজাইনার মাস্ক পরতে পারেন। পোশাকের সঙ্গে ম্যাচিং হেডক্যাপ বা প্রিন্টেড গ্লাভসও পরতে পারেন। আর বাড়ি ফিরে এবং বিয়ের অনুষ্ঠান শেষ হলে হাত ধুয়ে, পোশাক পাল্টে নিতে ভুলে গেলে চলবে না।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 25, 2020 9:14 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
করোনাকালে নিজের বিয়ে হোক বা বিয়ের নেমন্তন্নে যাওয়া, এই নিয়মগুলো ভুললে চলবে না