Viral Video: বকশিস না দেওয়ায়, এক পিস পিৎজাই তুলে নিলেন ডেলিভারি বয় ! ভাইরাল ভিডিও

Last Updated:

পিৎজা ডেলিভারি বয়ের ভাইরাল ভিডিওতে মেতে নেটদুনিয়া !

পিৎজা ডেলিভারি বয়দের নিয়ে নানা ভিডিও মাঝে মধ্যেই ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। কয়েকদিন আগেই এক পিজা ডেলিভারি বয়ের হাসিতে মেতেছিল নেটিজেনরা। এছাড়াও মাঝে মধ্যেই তাদের নানা কাণ্ড কারখানা ধরা পরে ক্যামেরায়। এই ভাইরাল ভিডিওর হাত ধরেই অনেক ভালো কাজও হয়েছে। সম্প্রতি তেমন এক ভিডিও ঘিরে নেট মাধ্যমে ছড়িয়েছে উত্তেজনা।
খাবার পৌঁছে দিলে টিপস দেওয়াটা একটা নিয়মের মতো হয়ে দাঁড়িয়েছে। অনেক কোম্পানি আগে ডেলিভারি চার্জের মধ্যেই এই টিপস ধরে নিত। কিন্তু বাজেট ফ্রেন্ডলি হোম ডেলিভারির আইডিয়া আসতেই বদলে গিয়েছে সবটা। এখন রেস্তোরাঁ গুলোও চায় সহজে কম খরচে খাবার বাড়ি পৌঁছে দিতে। পিৎজার ক্ষেত্রেও বিষয়টা এক। সে ক্ষেত্রে ডেলিভারি বয়রা যার কাছে খাবার নিয়ে যান, অর্থাৎ কাস্টমারের কাছেই টিপস আশা করে থাকেন।
advertisement
advertisement
তেমনই পিৎজা নিয়ে কাস্টমারের কাছে পৌঁছে যান এক যুবক। পিৎজা নিয়ে গিয়ে কাস্টমারের ডোর বেল বাজায় যুবক। এর পরেই ঘটে অবাক ঘটনা। ডোর বেল বাজাতে গিয়ে তাঁর চোখে পড়ে একটি লেখা বা নোট। সেখানে ডেলিভারি বয়ের উদ্দেশ্যেই লেখা আছে, " আপনাকে আমরা কোনও টিপস দেব না। টাকা আশা করবেন না। তার বদলে আপনি এক পিস পিৎজা নিয়ে যেতে পারেন।" এই নোট পড়েই ডেলিভারি বয় সোজা বক্স খুলে এক পিস পিৎজা বের করে সেখানে দাঁড়িয়েই, মুখের মাস্ক খুলে খেতে শুরু করেন। এই ভিডিও বাড়ির সিসিটিভিতে ধরা পড়ে। এর পর সোশ্যাল মিডিয়ায় ভিডিও শেয়ার হতেই ভাইরাল হয়। হাজার হাজার মানুষ এই ভিডিও দেখেছেন। বহু মানুষ এই ভিডিওটি শেয়ার করেছেন। অনেকেই মজার কমেন্ট লিখেছেন  ওই  ডেলিভারি বয়ের উদ্দেশ্যে।
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Viral Video: বকশিস না দেওয়ায়, এক পিস পিৎজাই তুলে নিলেন ডেলিভারি বয় ! ভাইরাল ভিডিও
Next Article
advertisement
West Bengal Weather Update: দক্ষিণবঙ্গের চার জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস ! পুজোতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
দক্ষিণবঙ্গের চার জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস ! পুজোতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • দক্ষিণবঙ্গের চার জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস !

  • পুজোতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement