এবার বসন্তে ফুরফুরে অন্তর্বাস ! পড়ে নিন
Last Updated:
ব্র্যান্ডের জামাকাপড় কিনতে যেমন দারুণ লাগে তেমনি ব্র্যান্ডেড লঞ্জারি কেনাটাও যে কতটা জরুরি সেটা নিশ্চয়ই জানেন ৷ লজাঁরির সঙ্গে বিউটি প্রডাক্টস বা পারফিউমও যদি একইসঙ্গে পাওয়া যায়, তাহলে তো কথাই নেই ৷ আর ঠিক এই জিনিসটাই করতে সফল বিখ্যাত ব্রিটিশ ব্র্যান্ড মার্কস অ্যান্ড স্পেনসর ৷
#কলকাতা: লজাঁরি ৷ এমন একটা জিনিস যা সবারই প্রয়োজন ৷ কিন্তু শপিং-এ গেলে কেন জানি সপরিবারে এই জিনিস কিনতে অধিকাংশ মানুষই লজ্জা পান ৷ শপিং মলে গিয়ে সবাই মিলে দারুণ শপিং করছেন ৷ হঠাৎই লজাঁরি কেনার বেলায় কেমন যেন দলছুট হয়ে একা একা বাছাই করতে শুরু করেন নিজের পছন্দের ‘ব্রা’, ‘নিকার সেট’ বা অন্যান্য যেকোনও আন্ডারওয়্যার ৷ ব্র্যান্ডের জামাকাপড় কিনতে যেমন দারুণ লাগে তেমনি ব্র্যান্ডেড লঞ্জারি কেনাটাও যে কতটা জরুরি সেটা নিশ্চয়ই জানেন ৷ লজাঁরির সঙ্গে বিউটি প্রডাক্টস বা পারফিউমও যদি একইসঙ্গে পাওয়া যায়, তাহলে তো কথাই নেই ৷ আর ঠিক এই জিনিসটাই করতে সফল বিখ্যাত ব্রিটিশ ব্র্যান্ড মার্কস অ্যান্ড স্পেনসর ৷ ভারতে ২০০৮ সাল থেকেই রিলায়েন্স রিটেলের সঙ্গে যৌথভাবে ব্যবসা করেছে এই ব্রিটিশ সংস্থা ৷ যে ব্যবসার বিস্তার দিন দিন আরও বৃদ্ধি পাচ্ছে ৷ দেশের অন্যান্য মেট্রো শহরগুলির মতো কলকাতাতেও তিনটি স্টোর ইতিমধ্যেই খুলে ফেলেছে M & S ৷
কসবার একটি মলে সম্প্রতি উদ্বোধন হয়েছে মার্কস অ্যান্ড স্পেনসরের নতুন স্টোর ৷ যেখানে জামাকাপড় এবং লজাঁরি ও বিউটি প্রডাক্টসের জন্য দুটি আলাদা আলাদা স্টোর খুলেছে সংস্থা ৷ এখন বসন্ত ৷ তাই শুরুতেই চাই ‘স্প্রিং কালেকশন’ ৷ এম অ্যান্ড এস-এর লঞ্জারির স্প্রিং কালেকশন সারা বিশ্বের মহিলাদের কাছেই অত্যন্ত জনপ্রিয় ৷ এবার সেই দুর্দান্ত কালেকশনের সম্ভার মিলবে এই শহরেও ৷ একটা বা দু’টো নয় একেবারে ১৬ টি লজাঁরির স্প্রিং কালেকশন পাওয়া যাচ্ছে শহরের মার্কস অ্যান্ড স্পেনসরের স্টোরগুলিতে ৷ সংস্থার ম্যানেজিং ডিরেক্টর বেনু নায়ার নেটওয়ার্ক ১৮-কে বলেন, ‘‘ আমাদের ডিজাইনার টিম সারা বছর ধরেই চলতি ট্রেন্ড এবং গ্রাহকদের পছন্দের উপর নজর রেখে লজাঁরির ডিজাইন করে ৷ যেখানে রং , স্টাইল, প্রিন্ট বা শেডস সবের উপরই যথেষ্ট গুরুত্ব দেওয়া হয় ৷ ফিটিংস এবং কমফর্টই হল আমাদের কাছে সবচেয়ে জরুরি ৷ ‘শেপ ওয়্যার’, ‘নিকার্স’, ‘হোসিয়ারি’, ‘স্লিপওয়্যার’, ‘স্পোর্টস ব্রা’ সবেরই দুর্দান্ত কালেকশন রয়েছে আমাদের ৷ আর শুধু মহিলাদের জন্যই নয়, পুরুষদের জন্যও রয়েছে বিশেষ ‘পারফিউম’ , ‘ডিও’, ‘বডি স্প্রে’ এমনকী ‘আফটার শেভ’ লোশনও ৷ ’’ কলকাতায় মার্কস অ্যান্ড স্পেনসরের স্টোরে নতুন স্প্রিং কালেকশন লজাঁরি এবং বিউটি প্রডাক্টসের উদ্বোধন করেন অভিনেত্রী বরখা বিস্ত ৷
advertisement
advertisement
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 02, 2016 8:36 PM IST