Mango Leaves Benefits: আপনার বাড়ির সামনে থাকা অবহেলার এই পাতাই একাধিক রোগের যম! নিয়ম মেনে খেলেই জব্দ ব্লাড প্রেশার, সুগার

Last Updated:

Mango Leaves Benefits: ধর্মীয় কাজেই শুধু নয়, আম পাতার রয়েছে অসাধারণ ঔষধি গুণ। এই পাতা সুগার, হাই ব্লাড প্রেশার, হৃৎরোগ, পেটের সমস্যা ও ত্বকের রোগে অত্যন্ত উপকারী। এতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট ও ডিটক্সিফায়িং উপাদান। বিস্তারিত জানুন...

আপনার বাড়ির সামনে থাকা অবহেলার এই পাতাই একাধিক রোগের যম! নিয়ম মেনে খেলেই জব্দ ব্লাড প্রেশার, সুগার
আপনার বাড়ির সামনে থাকা অবহেলার এই পাতাই একাধিক রোগের যম! নিয়ম মেনে খেলেই জব্দ ব্লাড প্রেশার, সুগার
Mango Leaves Benefits: আম গাছ শুধু ফলের জন্যই নয়, বরং অসংখ্য ঔষধি গুণ এবং ধর্মীয় গুরুত্ব বহন করে। আগে যখন চোখের পাতায় ফোঁড়া হতো, তখন সেই জায়গায় সাতটি আম পাতা ছোঁয়ানো হতো — বলা হয় এতে সঙ্গে সঙ্গেই আরাম মিলত। এমন একটিও হিন্দু ধর্মীয় পূজা নেই, যেখানে আম পাতার পল্লব ব্যবহৃত হয় না। বিয়ে, মুন্ডন, গৃহপ্রবেশ, অথবা যেকোনো হোমযজ্ঞ— প্রতিটি শুভ কার্যেই আম পাতার উপস্থিতি অপরিহার্য।
বলিয়ার বালেশ্বর ঘাটের বাসিন্দা শিবকুমার সিং জানিয়েছেন, প্রাচীন যুগ থেকে এখন পর্যন্ত রোগ প্রতিরোধে আম পাতার ভূমিকা অপরিসীম। এই পাতায় রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টি-ইনফ্লেমেটরি, ও ডিটক্সিফায়িং গুণ, যা আমাদের শরীরকে নানা অসুখ থেকে রক্ষা করে।
advertisement
advertisement
আম পাতার নিয়মিত ব্যবহার করলে সুগার (Blood Sugar), High Blood Pressure, গ্যাস্ট্রিক বা পেটের সমস্যা, হৃদরোগ, ত্বকের রোগ এবং চুলের সমস্যা পর্যন্ত নিয়ন্ত্রণে রাখা যায়। ঠাকুমার হেঁশেলে এই পাতা দিয়ে বানানো ঘরোয়া ওষুধ ছিল অতি সাধারণ ব্যাপার— যা সাইড এফেক্ট ছাড়া শরীরের ভেতরের নানা রোগ নির্মূল করত।
কীভাবে ব্যবহার করবেন? চায়ের মতো বানিয়ে খাওয়া যায়: ২-৩টি তাজা পাতা ভালোভাবে ধুয়ে ফুটিয়ে তার জল সকালে খালি পেটে পান করলে উপকার মেলে। গুঁড়ো করে সেবন: শুকনো পাতাগুলো পিষে গুঁড়ো করে, সকালে খালি পেটে হালকা গরম জলের সঙ্গে খেতে পারেন। এটি ডায়াবেটিস রোগীদের জন্য বিশেষভাবে উপকারী, কারণ এটি রক্তে গ্লুকোজের মাত্রা কমায়।
advertisement
তবে শিবকুমার সিংয়ের পরামর্শ, “যে কোনো ধরনের আয়ুর্বেদিক ব্যবহার চিকিৎসকের পরামর্শ ছাড়া না করাই ভালো। কারণ বয়স এবং রোগ অনুযায়ী মাত্রা নির্ধারণ শুধুমাত্র একজন আয়ুর্বেদ বিশেষজ্ঞই সঠিকভাবে দিতে পারেন।”
Disclaimer: এই খবরের মধ্যে দেওয়া ওষুধ/স্বাস্থ্য সম্পর্কিত পরামর্শ বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে প্রাপ্ত। এটি সাধারণ তথ্য এবং ব্যক্তিগত পরামর্শ নয়। তাই ডাক্তারের পরামর্শ ছাড়া কোনও কিছু ব্যবহার না করার জন্য অনুরোধ করা হচ্ছে। নিউজ18 বাংলা কোনও ব্যবহারে ক্ষতির জন্য দায়ী থাকবে না।
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Mango Leaves Benefits: আপনার বাড়ির সামনে থাকা অবহেলার এই পাতাই একাধিক রোগের যম! নিয়ম মেনে খেলেই জব্দ ব্লাড প্রেশার, সুগার
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement