Jaljeera Drinks: গ্যাস, কোষ্ঠকাঠিন্যে ম্যাজিকের মতো কাজ দেবে, এক চুমুকেই শান্তি! সরবতের রেসিপি জেনে নিন এখনই

Last Updated:

Jaljeera Drinks: জয়পুরের আজমেরি গেট রোডে যোধপুরি জলজিরার জন্য মানুষের ভিড় চোখে পড়ার মতো। এখানে মাত্র ২০ টাকায় বিশেষ যোধপুরি জলজিরা পাওয়া যায়।

গ্যাস এবং কোষ্ঠকাঠিন্যের জন্য অসাধারণ কার্যকরী এই সরবত! রেসিপি জেনে নিন এখনই!
গ্যাস এবং কোষ্ঠকাঠিন্যের জন্য অসাধারণ কার্যকরী এই সরবত! রেসিপি জেনে নিন এখনই!
যোধপুর: মসলা ও লেবু দিয়ে তৈরি জলজিরার নাম শুনলেই আমাদের মুখ জলে ভরে যায়। বিশেষ করে গরমকালে ঠাণ্ডা পানীয় হিসেবে জলজিরার তুলনা নেই। সারা ভারতেই প্রায় জলজিরা খাওয়ার রেওয়াজ রয়েছে, কিন্তু যোধপুরি জলজিরা এদের মধ্যে সবচেয়ে বিখ্যাত। জয়পুরের যোধপুর শহরের জলজিরার স্বাদও উপভোগ করতে অনেকেই দূরদূরান্ত থেকে এটি কিনতে আসেন।
জয়পুরের আজমেরি গেট রোডে যোধপুরি জলজিরার জন্য মানুষের ভিড় চোখে পড়ার মতো। এখানে মাত্র ২০ টাকায় বিশেষ যোধপুরি জলজিরা পাওয়া যায়। স্থানীয় মানুষজন থেকে শুরু করে পর্যটক, সকলেই এই জলজিরা উপভোগ করেন। যোধপুরি জলজিরা স্পেশ্যাল জলজিরা মসলা এবং লেবু, তাজা ধনে পাতা, বিট নুন, পুদিনা পাতা, ভাজা জিরে, কালো গোলমরিচের গুঁড়ো এবং আমচুর পাউডার সহযোগে বানানো হয়, যা জিভে দুর্দান্ত মশলাদার স্বাদ এনে দেয়।
advertisement
advertisement
জলজিরা আমাদের শরীরের জন্যেও উপকারী
জলজিরায় থাকে কালো নুন, যা আমাদের হজমের জন্য ভাল। এটি পেটের সমস্যা দূর করতে সাহায্য করে। লেবু এবং পুদিনা দিয়ে তৈরি জলজিরা নার্ভাসনেস এবং মাথা ঘোরার সমস্যা নিরাময় করে। এটি শরীরের অন্যান্য রোগের চিকিৎসায়ও সাহায্য করে। সবচেয়ে বড় বিষয় হল এটি গরমকালে আমাদের শরীরকে হাইড্রেটেড রাখে।
advertisement
ঘরে তৈরি যোধপুরি জলজিরা
বাড়িতে বসেও কিন্তু আমরা যোধপুরি স্বাদের জলজিরা বানাতে পারি। এর জন্য যা প্রয়োজন,
ভাজা জিরে গুঁড়ো ২ টেবিল চামচ
শুকনো আমের গুঁড়ো ১ চা চামচ
advertisement
গার্নিশের জন্য লেবুর টুকরো
তাজা পুদিনা পাতা ২ টেবিল চামচ
তাজা ধনে পাতা ১/২ চা চামচ
লেবুর রস ২ টেবিল চামচ
কালো নুন স্বাদ অনুযায়ী
প্রয়োজন মত বরফ
সোডা ১/২ লিটার।
পদ্ধতি- এই সমস্ত উপকরণ একত্রিত করে মিশিয়ে নিতে হবে। এবারে সোডার মধ্যে সমস্ত মশলা মিশিয়ে আইস কিউব সহযোগে বাড়িতেই মশলাদার জলজিরা তৈরি করা যেতে পারে। গরমকালে এই পানীয় এক কথায় অসাধারণ!
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Jaljeera Drinks: গ্যাস, কোষ্ঠকাঠিন্যে ম্যাজিকের মতো কাজ দেবে, এক চুমুকেই শান্তি! সরবতের রেসিপি জেনে নিন এখনই
Next Article
advertisement
West Bengal Weather Update: সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
  • সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ !

  • সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা

  • তবে আগামী দু’দিন রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement