Jeans: চটজলদি রং চটে যাচ্ছে জিন্সের! ধোয়ার সময় এই ভুল করছেন না তো? জেনে নিন সঠিক উপায়
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
জিন্সের অনেক সুবিধা থাকলেও একটি বড় অসুবিধা হল জিন্স ধোয়া৷ অন্যান্য জামাকাপড়ের মতো বার বার ধুলে খুব তাড়াতাড়ি রং উঠে যায় জিন্সের৷
একই সঙ্গে আরাম, স্টাইলের সুন্দর মিশেল হল জিন্স৷ তাই প্রায় প্রত্যেকের জামাকাপড়ের ভান্ডারে জায়গা করে নিয়েছে এই পোশাক৷ জিন্স পরেন না এমন ব্যক্তি পাওয়াই দুষ্কর৷ জিন্সের অনেক সুবিধা থাকলেও একটি বড় অসুবিধা হল জিন্স ধোয়া৷ অন্যান্য জামাকাপড়ের মতো বার বার ধুলে খুব তাড়াতাড়ি রং উঠে যায় জিন্সের৷
সুন্দর কালো কিংবা গাঢ় নীল রঙের জিন্সের আসল সৌন্দর্য্য হারিয়ে যায়৷ ছেঁড়া, ফাটা না হলেও কেবলমাত্র এই একটি কারণেই অনেক সময় বাতিলের খাতায় ফেলতে হয় দাম দিয়ে কেনা প্রিয় জিন্সকে৷ তাই শিখে নিন জিন্স ধোয়ার সঠিক উপায়৷
advertisement
কীভাবে ধোবেন জিন্স
প্রথমত নোংরা না হলে জিন্স ধোবেন না৷ যতটা কম সম্ভব ধুলে ভাল থাকবে জিন্স৷ কিন্তু নোংরা হলে বা অনেকদিন পরার পর অবশ্যই ধুতে হবে৷ তাহলে একটি বালতিতে ঠান্ডা জল নিন৷ এতে তরল ডিটারজেন্ট যোগ করুন। এই জলে জিন্স ডুবিয়ে দিন৷
advertisement
জিন্স অতিরিক্তভাবে খুব বেশি ঘষাঘষি করার দরকার নেই। এবার এটি পরিষ্কার জলে ধুয়ে ফেলুন। এখন একটি বালতিতে জল ভরে তাতে অন্তত আধা থেকে এক কাপ সাদা ভিনেগার দিন। এবার এটি মেশান এবং এতে ধোয়া জিন্স ৫ মিনিটের জন্য রেখে দিন।
এখন জিন্সকে ভিনিগার জল থেকে বের করে নিন৷ তবে নিংড়ে নেওয়ার দরকার নেই৷ এমন জায়গায় রাখুন যাতে জল ঝরে যায়৷ হ্যাঙ্গারে ঝুলিয়ে দিন৷ বাতাসেই শুকিয়ে যাবে৷
advertisement
এবং এটিকে ছেঁকে নেওয়ার পরিবর্তে এটিকে কলের উপর বা এমন জায়গায় রাখুন যেখান থেকে ধীরে ধীরে জল বেরিয়ে যায়। এবার হ্যাঙ্গারে ঝুলিয়ে বাতাসে ঝুলতে দিন। দেখবেন এর রং ফুলে থাকবে, শুকানোর পরেও অন্যান্য ধোয়ার তুলনায় শুকিয়ে শক্ত হবে না।
আসলে, সাদা ভিনেগার জিন্সের রং ধরে রাখে। এটি প্রাকৃতিক সফটনার হিসেবেও কাজ করে। এভাবে জিন্স ধুলে আপনার প্রিয় পোশাকটি অনেকদিন নতুনের মতো দেখাবে।
advertisement
জিন্স ধোয়ার সময় মনে রাখুন এইসব কথা
-জিন্স যতটা সম্ভব কমবার ধোয়ার চেষ্টা করুন
-ধোয়ার সময় উল্টো করে ধোবেন
-রোদে শুকোতে দেবেন না
-ইস্ত্রি করার সময় পোশাকের ওপর কাগজ রেখে করুন
advertisement
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 12, 2023 5:07 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Jeans: চটজলদি রং চটে যাচ্ছে জিন্সের! ধোয়ার সময় এই ভুল করছেন না তো? জেনে নিন সঠিক উপায়